Indiahood-nabobarsho

DA বৃদ্ধির দাবির মধ্যেই LTC নিয়ে বিরাট ঘোষণা, পোয়াবারো সরকারি কর্মীদের

Published on:

government employees

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ডিএ (Dearness Allowance) বা DR বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আলাদাই এক উত্তেজনা থাকে। গত বছর কেন্দ্রীয় সরকারী কর্মীদের বছর শুরুর মুখেই একধাক্কায় DA এর পরিমাণ ৪ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছ। সেই সময় সকল কেন্দ্রীয় কর্মীদের DA ৫০ শতাংশ করে পেতেন। এরপর কয়েক মাসের বিরতি দিয়ে ফের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের DA ৩ শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় জনরা আছেন, তাঁরা আপাতত ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অর্থাৎ সবমিলিয়ে ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারী কর্মীদের দু’দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল। আর এই আবহে ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৷ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের বা AICPI এর ভিত্তিতে অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের শীঘ্রই আরও ৩ শতাংশ হারে DA বৃদ্ধি হতে পারে। এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা বা DA পান।

রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, বাকি সব রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের বা AICPI এর ভিত্তিতে মহার্ঘ ভাতা দিলেও বাংলায় রাজ্য সরকার মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অর্থাৎ, বাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ৩৯ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন৷ যা নিয়ে তাই এইমুহুর্তে সুপ্রিম করতে মামলা চলছে। কিন্তু এদিকে কেন্দ্রীয় সরকার তাঁদের কর্মীদের বছরের শুরুতেই এক চমৎকার পুরস্কার দিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সংযুক্ত হল আরও ৩ টি ট্রেন!

সূত্রের খবর, এবার সরকারী কর্মীদের লিভ ট্রাভেল কনসেশন-এর আওতায় চলে আসছে ভারতের তিনটি জনপ্রিয় ট্রেন। আর এই তিনটি জনপ্রিয় ট্রেনের নাম বন্দে ভারত, তেজস এবং হামসফর এক্সপ্রেস। অর্থাৎ এলটিসির আওতায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দেশের প্রিমিয়াম ট্রেনে যাতায়াত করবেন, তাঁরা সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। আগে রাজধানী, শতাব্দী এবং দুরন্তের ট্রেনগুলো লিভ ট্রাভেল কনসেশন এর আওতায় ছিল। তবে এখন সেই নিয়মে সংযুক্ত হতে আরও তিন বিশেষ ট্রেন।

আপ্লুত সরকারী কর্মীরা

আসলে লিভ ট্রাভেল কনসেশন হল কেন্দ্রীয় সরকারী কর্মীদের একটি ভাতা। গত বছর এপ্রিলে কেন্দ্রীয় সরকারি কর্মিবর্গ দফতরের তরফে জানানো হয়েছে, চার বছরের সময়সীমার মধ্যে নিজের বাড়ির শহর বা ভারতের যে কোনও শহরে যাতাযাতের জন্য সরকারি কর্মচারীরা যে ছাড় পান, সেটাই হল ‘লিভ ট্রাভেল কনসেশন’ ওরফে LTC। আর এবার সেই লিভ ট্রাভেল কনসেশন ভাতায় কেন্দ্রীয় সরকারের এই নয়া সংযোজন আপ্লুত করেছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। তাও আবার বছর শুরুর মুখেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group