Indiahood-nabobarsho

২০,০০০ টাকা পেনশন সাথে ফ্রি চিকিৎসা ও ট্রেন ভ্রমণ! এদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

Published on:

pension

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকরি কর্মীদের পাশাপাশি দেশের কিছু সংখ্যক মানুষেদের জন্য আলাদা করে পেনশন (Pension) থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হয়ে থাকে। এবার জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু মানুষকে প্রতিমাসে ২০,০০০ টাকা পেনশন সহ আরও বেশ কিছু সুবিধা প্রদান করা হবে। কারা পাবেন এই সুবিধা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

২০,০০০ টাকা পেনশন ঘোষণা রাজ্য সরকারের

জানা যাচ্ছে, এমার্জেন্সির সময় বহু মানুষকে জেলে যেতে হয়েছিল। সেই সমস্ত মানুষ যারা ১ লা জানুয়ারি ২০২৫ তারিখে বেঁচে আছেন তাদের জন্যই প্রতিমাসে ২০ হাজার টাকা পেনশন থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা ও আরও বেশ কিছু সুবিধা যেমন বিনামূল্যে ট্রেনে ভ্রমণ প্রদান করা হবে। তবে এই সুবিধা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিরাট ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর

সম্প্রতি, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেন যে সমস্ত ব্যক্তিরা এমার্জেন্সির সময় গ্রেফতার হয়েছিলেন ও জেলে গিয়েছিলেন তাদের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা করা হবে। কিভাবে এই পেনশনের জন্য আবেদন করা যাবে? নিচে পদ্ধতি জানানো হল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

স্পেশাল পেনশনের জন্য আবেনদের পদ্ধতি

যে সমস্ত ব্যক্তিরা এই পেনশন পাওয়ার যোগ্য তারা নিকটবর্তী কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্টেটের কাছে গিয়ে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে জেলবন্দি হওয়ার সাপেক্ষে প্রমাণ দিতে হবে। তিন জন সঙ্গীর নাম বলতে হবে যারা জেলে গিয়েছিলেন, একইসাথে জেলে যাওয়ার কথা এফিডেভিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ TRP এলেও দুঃসংবাদ! জনপ্রিয় সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত Star Jalsha-র, চোখে জল দর্শকদের

প্রসঙ্গত, এমার্জেন্সি ঘোষণা হওয়ার সময় শতাধিক মানুষকে জেলে ভরে দেওয়া হয়েছিল। ২৫শে জুন ১৯৭৫ থেকে ২১শে মার্চ ১৯৭৭ পর্যন্ত এই সমস্ত ব্যক্তিদের জেলেই থাকতে হয়েছিল। এবার তাদের উদ্দেশ্যেই বিশেষ পেনশন চালু ঘোষণা করা হল। এক্ষেত্রে কত দিনের জন্য জেলে থাকতে হয়েছিল সেটার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। যদি এক দিনের জন্যও জেলে গিয়ে থাকেন তাহলে তাকে পেনশন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group