বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনি টেস্ট চলাকালীন অজানা চোটের কারণে স্টেডিয়াম ছেড়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিপদ এড়াতে অস্ট্রেলিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে জানা যায় পুরনো চোটই ফের জেঁকে বসেছে তাঁর শরীরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন তিনি। এবার সেই ব্যাক ইঞ্জুরির কারণেই জসপ্রীতকে সম্পূর্ণ বিশ্রামের (বেড রেস্ট) পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলত আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় তারকার উপস্থিতি এখন প্রশ্নের মুখে।
চোটের কারণে মাঝপথে স্টেডিয়াম ছাড়েন জসপ্রীত
বর্ডার গাভাস্কার সিরিজের সিডনি টেস্ট চলছিল। রোহিতের ব্যর্থতাকে সামনে রেখে পার্থের পর শেষ টেস্টেও অধিনায়কের দায়িত্ব গিয়ে পড়েছিল বুমরাহর কাঁধে। গুরু দায়িত্ব পেতেই দলের হয়ে নিজের জ্বলন্ত প্রতিভাকে আরও কিছুটা মেলে ধরেছিলেন জসপ্রীত। শত্রু শিবিরে আঘাত হেনে উইকেটও ভেঙেছিলেন ভারতীয় পেসার।
তবে এদিন মধ্যাহ্নভোজের পর মাত্র 1 ওভার বল করেই আচমকা উঠে যেতে হয় তাঁকে। নেপথ্যে ছিল পিঠের চোট। যদিও শুরুর দিকে বুমরাহর চোট বুঝে উঠতে পারেননি কেউই। তড়িঘড়ি তাঁর শরীর স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আর মাঠে ফেরা হয়নি বুমরাহর।
বেড রেস্টে থাকতে হবে বুমরাহকে
প্রাথমিকভাবে ভারতীয় তারকার চোট দেখে চিকিৎসকরা ধারণা করেছিলেন, মাঠে ফিরতে কমপক্ষে 6 সপ্তাহ মতো সময় লাগবে তাঁর। তবে পরে জানা যায় বুমরাহর ব্যাক ইঞ্জুরি যথেষ্ট গুরুতর। আর সেই কারণেই খেলোয়াড়কে আপাতত নিজের বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসকরা। সূত্র মারফত খবর, ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, এখন বেশি হাঁটাচলা করা চলবে না বুমরাহর। প্রয়োজন সম্পূর্ণ বিশ্রামের। যার ফলে ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতীয় পেসারের উপস্থিতি এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ল।
BCCI-র নির্দেশে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে যাবেন জসপ্রীত?
শুরুর দিকে বুমরাহর চোটের ধরণ বুঝে উঠতে পারছিলেন না চিকিৎসকরা। পরে জানা যায় পুরনো যন্ত্রনাই শরীরে নতুনভাবে জেঁকে বসেছে। এক চিকিৎসক সূত্রে খবর, 2023 সালে পিঠে গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার হয়েছিল বুমরাহর। মনে করা হচ্ছে, অপারেশন হওয়া সেই চোটের ক্ষতস্থান আবারও ফুলে গিয়েছে। যদিও এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, BCCI-এর তরফে বুমরাহকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চিকিৎসার জন্য যেতে বলা হয়েছিল।
তবে বোর্ডের নির্দেশ অমান্য করে মাঠে নেমেছিলেন বুমরাহ। BCCI-এর নির্দেশে এনসিএতে যাননি তিনি। কবে যাবেন সে বিষয়েও খোলসা করে কিছুই বলেননি ভারতীয় তারকা। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, আপাতত চিকিৎসকদের নির্দেশ মেনে বেড রেস্টে রয়েছেন বুমরাহ। তবে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হতে পারেন তিনি। কিন্তু ঠিক কোন দিন ভিন রাজ্যে পাড়ি দেবেন জসপ্রীত? এই প্রশ্নের উত্তর এখনও অধরা।
অবশ্যই পড়ুন: শনির দশা কাটছেই না ইস্টবেঙ্গলের, ফের গুঁড়িয়ে দিল মোহনবাগান
আদৌ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বুমরাহ?
বেশ কয়েকটি সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরাহর চোট নিয়ে চিন্তার পারদ বাড়ছে BCCI কর্তাদের। ফেব্রুয়ারির আগে চোট যন্ত্রণা কাটিয়ে আদৌ ফিট হতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন বোর্ড কর্তা থেকে শুরু করে নির্বাচন কমিটির সদস্য সকলেই। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার পরই বুমরাহর শারীরিক পরীক্ষা করে রিপোর্ট পেশ করবেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মিলবে মোটা বেতন
আর সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে চাইছে ভারত। অর্থাৎ বুমরাহকে দলে রেখেই আইসিসি ইভেন্টের আসর জমাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তাঁর আগে আদৌ জসপ্রীতির খেলার সম্ভাবনা আছে কিনা তা ঝালিয়ে নিতে চাইবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তবে উত্তর যদি নেতিবাচক হয়, সেক্ষেত্রে বিশ্বের অন্যতম সফল পেসারকে ছাড়াই 15 সদস্যের দল ঘোষণা করতে হবে BCCI কর্তাদের।