পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেলিভিশনের পর্দায় যে সমস্ত বাংলা সিরিয়াল সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম একটি হল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। একাধিক মেগা যেখানে ৩ মাস কিংবা ৬ মাসে বন্ধের পথে সেখানে দুবছর পেরিয়েছে শঙ্কর-ঐশানীর কাহিনী। তবে এবার জানা যাচ্ছে, শেষের পথে জনপ্রিয় এই ধারাবাহিকটি।
শেষের পথে ‘হরগৌরী পাইস হোটেল’
ইতিমধ্যেই ৭০০ পর্ব পেরিয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। তবে এখনও মাঝে মধ্যেই টিআরপি (Target Rating Point) তালিকায় নাম দেখা যায় সিরিয়ালের। তবে এবার জানা যাচ্ছে শেষ হওয়ার পথে ধারাবাহিকটি। আগামী শনিবারেই হবে শেষ শুটিং। তবে শেষ সম্প্রচার কবে সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে। দর্শকদের মতে হয়তো ফেব্রুয়ারি মাসেই শেষ সম্প্রচার হবে ধারাবাহিকের।
TRP তুলতে ২ বার নায়ক বদল!
২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ‘হরগৌরী পাইস হোটেলের’ পথচলা। গল্পের শুরুতে রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল শঙ্কর-ঐশানী হিসাবে। পরবর্তীকালে গল্প লিপ নিয়ে বেশ কয়েকবছর এগিয়ে যায়। তখনই নায়ক বদল হয়। রাহুলের বদলে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে শুভস্মিতার বিপরীতে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মিলবে মোটা বেতন
গল্প লিপ নেওয়ার পর মৃত্যু হয় শঙ্কর-ঐশনীর। বদলে ঐশানীর মেয়ে ধৃতিকে নিয়ে এগোতে শুরু করে গল্প। ধৃতির প্রেমিক রুদ্র রায় চৌধুরী হিসাবে প্রথমে দেখা গিয়েসিল ইন্দ্রাশিষকে। কিন্তু কিছুদিন পর তাকেও বদলে দেওয়া হয়। ইন্দ্রাশিষের বদলে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল। তবে নায়ক বদল হলেও TRP একেবারে তলানিতে ঠেকেছিল। শেষ প্রকাশিত টিআরপি তালিকায় ৩.৫ পয়েন্ট পেয়েছিল হরগৌরী পাইস হোটেল।
আরও পড়ুনঃ মহাকুম্ভ থেকে ভাইরাল ‘ইয়ং সন্ন্যাসীনি’, আসলে তিনি কে? রইল হর্ষা রিচারিয়া পরিচয়
দর্শকদের মতে, হয়তো নতুন কোনো মেগা আসতে চলেছে এই সিরিয়ালের বদলে। কারণ জি বাংলার পর্দায় ইতিমধ্যেই নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। ‘তোমাকে ভালোবেসে’ নামক ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অভিনেতা জিতু কমলের সাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।