স্নাতকদের চাকরির সুবর্ণ সুযোগ, ৬০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি SBI-র! জানুন বিস্তারিত

Published on:

sbi po recruitment 2025 see eligibility and online application process

পার্থ সারথি মান্না, কলকাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI PO Notification 2025)। অনেকেই ছোট থেকে ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য এটা একটা দারুন সুযোগ হতে পারে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক SBI-তে কাজ করার। গোটা দেশ থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। কি যোগ্যতা লাগবে ও কিভাবে আবেদন করবেন? সমস্তটা বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | State Bank of India Recruitment 2025

WhatsApp Community Join Now

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে? কতগুলি শূন্যপদ রয়েছে থেকে শুরু করে বেতন, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও  বয়সসীমা সবটা নিচে দেওয়া রইল। একইসাথে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানানো হল।

শূন্যপদের বিবরণ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর তরফ থেকে জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশনারি অফিসার পদের জন্য নিয়োগ করা হবে। প্রতি বছরই এই পদের জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেইমত ২০২৫ সালের খালি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদের সংখ্যা

নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬০০টি শূন্যপদ রয়েছে যার মধ্যে ৫৮৬টি রেগুলার ও ১৪টি ব্যাকলগ। মোট শূন্যপদের মধ্যে ২৪০টি পদের জন্য সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৮৭টি পদ SC, ৪৩টি পদ ST, ১৫৮টি পদ OBC, ৫৮ টি পদ EWS প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে।

বেতন

এসবিআই প্রবেশনারি অফিসার পদে নিয়োগ হলে প্রার্থীকে প্রতিমাসে ৪৮,৪৮০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা । SBI PO Recruitment Eligibility

যে সমস্ত প্রার্থীরা SBI প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান স্নাতক হয়ে থাকতে হবে। বা স্নাতকের সমতুল্য ডিগ্রি থাকত হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এছাড়া যে সমস্ত প্রার্থীরা এখনও স্নাতকের পড়াশোনা করছেন বা ফাইনাল সেমিস্টার / ফাইনাল ইয়ারে রয়েছে তারাও আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে নিয়োগের আগে ফাইনাল ইন্টারভিউ এর সময় স্নাতক হওয়ার প্রমাণ দেখতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে হল প্রার্থীর নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি | How to Apply for SBI PO Recruitment Online

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদনের পদ্ধতি হল নিম্নরুপঃ

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • এরপর সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • লগ ইন হওয়ার পর দশবার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট করে সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে শুরু করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর সবটা শুরু থেকে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর আবেদনের ফিজ জমা দিতে হবে। ফিজ জমা দেওয়া হলে আবেদন সম্পন্ন হবে। তখন পেমেন্ট স্লিপ ও আবেদন ফর্মের একটি কপি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য।

আবেদনের ফি । Application Fees for SBI Probationary Officer Recruitment

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসারে নিয়োগের জন্য আবেদন করতে হলে জেনারেল ও ওবিসি প্রার্থীরদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, PWD প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি থাকছে না।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মিলবে মোটা বেতন

প্রয়োজনীয়  ডকুমেন্টস

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • জাতিগত শংসাপত্র
  • শারীরিক প্রতিবন্ধিকতার শংসাপত্র
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

নিয়োগের পদ্ধতি। SBI PO Recruitment Process

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিয়ার হওয়ার জন্য তিনটি ধাপে সিলেকশন করা হবে। প্রথমে প্রিলিমস পরীক্ষা হবে সেটায় পাশ করার পর মেনস পরীক্ষায় পাশ করতে হবে। তারপর গ্রূপ ডিসকাশন ও ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে সিলেক্টেড হলেই প্রার্থীকে সিলেক্ট করা হবে।

আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে ১৬ ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট  – Official Website

সঙ্গে থাকুন ➥
X