পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর। বাজেট পেশ হাওর আগেই অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠনের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র সরকার। আজ অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই অষ্টম পে কমিশন গঠনের ছাড়পত্র দেওয়া হয়। এর ফলে নূন্যতম বেতন কাঠামো যেমন পরিবর্তন হবে তেমনি DA এর পরিমাণ ও বেড়ে যাবে।
অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিল ক্যাবিনেট
এদিন ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বৈঠকের আলোচনার অংশ না হলেও আজ প্রধানমন্ত্রী অষ্টম পে কমিশন গঠনের প্রস্তবে মঞ্জুরি দিয়েছেন। এর ফলে ২০২৬ সালে সপ্তম পে কমিশন গঠনের অনেক আগেই অষ্টম পে কমিশন তৈরির কাজ শুরু হয়ে যাবে। ফলে ২০২৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীরা নতুন পে কমিশনের আওতায় বেতন ও অন্যান্য ভাতা থেকে শুরু করে পেনশন পাবেন।
ঘোষণা আসতেই খুশি ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা
এদিন অশ্বিনী বৈষ্ণবের নতুন পে কমিশনের অনুমোদনের ঘোষণার সাথে সাথেই করতালির আওয়াজ শোনা গিয়েছে। একইসাথে কেন্দ্রীয় সরকারের কর্মীরাও দারুণ খুশি। অষ্টম পে কমিশন গঠন হলে প্রায় ৪৯ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।
#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, “Prime Minister has approved the 8th Central Pay Commission for all employees of Central Government…” pic.twitter.com/lrVUD25hFu
— ANI (@ANI) January 16, 2025
সপ্তম পে কমিশনে কী কী বদলেছিল?
এর আগে যখন ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশন আসে তখন সরকারি কর্মীদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছিল। ষষ্ঠ থেকে সপ্তম পে কমিশন চালু হওয়ার ফলে নূন্যতম বেতন ৭,০০০ থেকে বেড়ে ১৮,০০০ টাকা ও পেনশন ৩,৫০০ থেকে বেড়ে ৯,০০০ টাকা হয়ে যায়। একইসাথে সর্বোচ্চ বেতন ২,৫০,০০০ ও সর্বোচ্চ পেনশন হয় ১,২৫,০০০। তবে এবার নতুন বেতন কমিশন গঠন হলে ফের একবার বেতন কাঠামো ও পেনশনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে।
আরও পড়ুনঃ ১২৬৭ পদে নিয়োগ, গ্র্যাজুয়েটদের জন্য ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, সহজেই আবেদন
প্রসঙ্গত, একটি বেতন কমিশনের মেয়াদ থাকে ১০ বছরের জন্য। সেসবের ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠন হয়েছিল। তাই আসন্ন ২০২৬ সালেই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়া নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে রিপোর্ট জমা করা হয়ে গেলে ২০২৭ থেকে অষ্টম পে কমিশনের আওতায় বেতন, ভাতা ও পেনশন পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা।