পার্থ সারথি মান্না, কলকাতাঃ একদিকে DA নিয়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারের কর্মী ও সংগঠন। এরই মাঝে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এল সুখবর। বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি থমকে রয়েছে। দীর্ঘদিন ধরেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের CAS নিয়ে সমস্যা চলছে যার ফলে পদোন্নতিও মিলছে না। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।
জট কাটছে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পদোন্নতির
আসলে দীর্ঘ দিন ধরেই কলেজের শিক্ষকদের কেরিয়ার অ্যাভান্সমেন্ট স্কিম নিয়ে টানাপোড়েন চলছিল। যার ফলে শিক্ষকদের একাংশকে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কারোর ৩.৫ লক্ষ তো কারোর ৭.৫ লক্ষ টাকা ‘ক্যাস’ বাকি পড়ে গিয়েছে। তবে এবার সেই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উচ্চশিক্ষা অধিকর্তা নিমাই চন্দ্র সাহা জানাচ্ছেন, কিছু অনিয়ম হওয়ার জেরে গোটা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের (CAS) কাজ স্থগিত রাখা হয়েছিল। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজেও ‘ক্যাস’ পক্রিয়া বন্ধ ছিল। তবে উচ্চশিক্ষা সচিবের সম্মতিতে সার্বিকভাবে বিবেচনা করে এই বিষয়টা ফিন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হয় ও ইতিমধ্যেই ক্লারিফিকেশন এসে গিয়েছে। এবার থেকে সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত উভয় কলেজের ক্ষেত্রেই একইভাবে ‘ক্যাস’ এর সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী কারণে সমস্যা?
প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, এক উচ্চশিক্ষা মহলের অধিকর্তা জানাচ্ছেন, ২০১৮ সালে ক্যাস সংক্রান্ত কিছু রেগুলেশন বের হতে দেরি হয়। এর কিছু সংশয় তৈরী হয়। পিএইচডি ছাড়া যারা অ্যাসোসিয়েট প্রফেস হয়েছেন তাদের কিভাবে ক্যাস দেওয়া হবে। দেওয়া হলে সেটা ২০১০ সালের রেগুলেশনে নাকি ২০১৮ সালের এই ধরণের প্রশ্ন উঠছিল।
আরও পড়ুনঃ বাড়বে DA থেকে পেনশন! অবশেষে বহু প্রতীক্ষিত অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন কেন্দ্রের
এখানেই শেষ নয়, ২০০৬ সালের বহু শিক্ষকের ক্যাস বকেয়া রয়ে গিয়েছে বিভিন্ন জটিলতার কারণে। কলেজের প্রিন্সিপালরা নির্দিষ্ট পদ্ধতি মেনে উচ্চশিক্ষা অধিকরণ বিভাগে ঠিঠি দিলেও কাজ এগোয়নি। ফলে সমস্যায় পড়েছেন অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা। তবে এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে বলেই আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |