প্রকৃতির মাঝে লুকোনো স্বর্গ! কম খরচে ঘুরে আসুন ঝাড়গ্রামের হিডেন জেম হাতিবাড়ি থেকে

Published on:

weekend offbeat destination jhargram hatibari

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সপ্তাহান্তে ছুটিতে শহর থেকে দূরে একটু শান্ত আর নিরিবিলি কোথাও যেতে চান? কাছেপিঠের মধ্যে বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা আছে ঠিকই। অবশ্য কম ভিড় যাকে বলে অফবিট তেমনটা খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে চিন্তা নেই, আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল কলকাতার কাছেরই এক অফবিট ডেস্টিনেশনের খোঁজ। যেখানে গেলে মন ভালো হয়ে যাবেই।

অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হাতিবাড়ি | Offbeat Destination Hatibari

WhatsApp Community Join Now

কলকাতা থেকে ২০০ কিমি দূরত্বে ঝাড়গ্রাম জেলার এক ছোট্ট আদিবাসী গ্রাম হাতিবাড়ি (Hatibari)। আপনি যদি গ্রাম্য প্রকৃতি ভালোবাসেন তাহলে এই দু’দিনের ছুটির জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট হতে পারে। এই গ্রামেরই একপ্রান্তে রয়েছে সুবর্ণরেখা নদী। নদীর পাড়ে বসে কখন যে সময় চলে যাবে বুঝতেও পারবেন না।

কিভাবে পৌঁছাবেন হাতিবাড়ি?

আপনি যদি হাতিবাড়ি আসতে চান তাহলে সবচেয়ে ভালো হয় যদি নিজস্ব বা ভাড়া গাড়িতে চলে আসতে পারেন। এছাড়া ট্রেনে করেও যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রথমে খড়্গপুর বা ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন হাতিবাড়ি।

কোথায় থাকবেন?

পৌঁছান তো হল এবার থাকবেন কোথায় ভাবছেন নিশ্চই? চিন্তা নেই এখানে থাকার জন্য WBFDC এর বাংলো রয়েছে। এছাড়া হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিট রয়েছে সেখানেও থাকার বন্দোবস্ত করতে পারেন। হোটেল বা রিসোর্টে থাকার পাশাপাশি সব ধরণের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। বিশেষ করে নদীর মাছ আর দেশি মুরগির ঝোল ট্রাই করে দেখতেই পারেন।

কী কী দেখবেন?

হাতিবাড়ির কাছেই বেশ কিছু ঘুরে দেখার মত জায়গা রয়েছে। সেগুলি হল ঝিল্লী পাখিরালয়, রামেশ্বর মন্দির ও জঙ্গলের মাঝে তপোবন, বাংরিপোসি, বুরুডি লেক, ধারাগিরি ফলস ও ব্রাহ্মনকুণ্ড। যদি প্রাইভেট গাড়িতে করে ঘুরতে যান তাহলে এই জায়গাগুলি অবশ্যই ঘুরে আসতে পারেন।

হাতিবাড়ি ভ্রমণের বাজেট

আপনি যদি নিজস্ব গাড়িতে যান সেক্ষেত্রে তেল খরচ বাদে WBFDC পর্যটন কেন্দ্রে থাকতে ২০০০ থেকে ২৫০০ টাকা প্রতিদিন খরচ হবে। এছাড়া খাওয়া দওয়ার জন্য জনপ্রতি ৪০০ টাকা খরচ ধরে নেওয়া যেতে পারে। আর যদি হাওড়া থেকে ট্রেনে যেতে চান সেক্ষেত্রে ১০০ টাকার টিকিটেই ঝাড়গ্রাম বা খড়গপুর স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। এরপর সেখান থেকে টোটো করে থাকার জায়গায় পৌঁছাতে হবে। এছাড়া লোকাল সাইট সিইংয়ের জন্য টোটো বা ছোট কোনো গাড়ি ভাড়া করতে হবে সেক্ষেত্রে ১০০০ – ২০০০ টাকা অতিরিক্ত খরচ হবে।

সঙ্গে থাকুন ➥
X