বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ায় ব্যর্থ ইনিংস সত্ত্বেও আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ার চালকের আসন পাচ্ছেন রোহিত শর্মাই। খেলোয়াড়ের ব্যর্থতাকে মাথায় রেখেই আরও একবার তাঁকে সুযোগ দিতে চাইছে BCCI। ফলত আইসিসি টুর্নামেন্টে ওপেনার হিসেবে নামবেন বিরাট সতীর্থ। প্রশ্ন উঠছে, কার সাথে জুটি বাঁধবেন তিনি?
রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে শুভমন গিলকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। আগের বেশ কিছু ইনিংস স্মরণ করে তাঁকেই সেরা বিকল্প হিসেবে পছন্দের তালিকায় জায়গা দিয়েছিলেন ভক্তরা। এবার সেই আশায় জল ঢাললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তাঁর মতে শুভমন গিল নন, রোহিতের সাথে জুটি বেঁধে ভারতকে দুর্দান্ত ইনিংস উপহার দিতে পারবেন তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল।
যশস্বীকে নিয়ে আত্মবিশ্বাসী সুর সেহবাগের গলায়
সম্প্রতি সামনে আসা একটি ইউটিউব ভিডিওতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট প্রসঙ্গে জয়সওয়ালের কথা উল্লেখ করেছেন বীরু। মিনি ওয়ার্ল্ড কাপের এই ম্যাচগুলিতে ওপেনার হিসেবে জয়সওয়ালকে সুযোগ দেওয়ার কথা বলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। পাশাপাশি তাঁর বিগত ম্যাচগুলি নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা গেছে প্রাক্তন সচিন সতীর্থর গলায়।
আরও পড়ুনঃ এ সপ্তাহে ছক্কা হাঁকাল স্টার জলসা! গীতা না পারুল কে করল বাজিমাত? দেখুন TRP লিস্ট
এদিন ভারতীয় তরুণ প্রতিভা প্রসঙ্গে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে সেহবাগ বলেন, ভারতীয় দলের নির্বাচকদের আমি একটাই কথা বলব, চ্যাম্পিয়নস ট্রফির 50 ওভারের ফরম্যাটে যশস্বীকে একটা সুযোগ দিন। বিগত টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে ও যেভাবে পারফর্ম করেছে, তাতে আমার মনে হয় আসন্ন একদিনের ফরম্যাটেও জয়সওয়ালের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স উপহার পাবে দল। বীরু আরও বলেন, ওর ফর্ম দেখেই বুঝে নিন ও কতটা দক্ষ খেলোয়াড়। যশস্বীকে যেকোনও মূল্যে ভারতের ওডিআই ফরম্যাটের অংশ করা উচিত।
এখনও ODI ক্রিকেটে অভিষেক হয়নি যশস্বীর
জাতীয় দলের সুযোগ পেতেই নিজের সবটা উজাড় করে দিয়েছেন ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল। তাঁর ম্যাচ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 19টি টেস্ট এবং 23টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছেন জয়সওয়াল। এর মধ্যে 19 টেস্টের 36 ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে 1798 রান গড়ে ফেলেছেন জয়সওয়াল। রয়েছে 4 সেঞ্চুরিও। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টির 22 ইনিংসে 164 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে 723 রান করেছেন তিনি। এই ফরম্যাটে 1টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। তবে দুর্ভাগ্য যে, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয়নি জয়সওয়ালের। তবে বীরুর কথায় মদত দিয়ে যদি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ওডিআই দলে তাঁর ডাক পরে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না।
অবশ্যই পড়ুন: তিন মাস পর অবশেষে সুখবর ইস্টবেঙ্গল শিবিরে
ইংল্যান্ড সিরিজ হাতছাড়া হয়েছে যশস্বীর
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারত। তবে সেই দলে রিঙ্কু সিং-তিলক ভর্মা ও অভিষেক শর্মাদের জায়গা হলেও স্কোয়াডে নেই যশস্বী জয়সওয়াল নামটা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তিশালী ইনিংসের পর অনেকেই মনে করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আর কেউ জায়গা পাক-না পাক, জয়সওয়ালের নামটা থাকবেই। তবে সেই সম্ভাবনায় জল ঢেলেছে ভারতীয় বোর্ড। ইংলিশ বাহিনীর বিপক্ষে তাঁকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে BCCI। যশস্বীর পাশাপাশি সূর্য কুমার যাদবের দলে জায়গা হয়নি ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থেরও।