প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সকলের জামিন হয়ে গেলেও এখনও জেল মুক্ত হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিকে আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে। গত মঙ্গলবার আদালতে প্রথম সাক্ষী বয়ান দিয়েছিল। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। কিন্তু এখনও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হল না। এদিকে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় জেলমুক্ত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক!
রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। শুধু জামিন পাচ্ছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে গত বুধবার, প্রায় ১৪ মাস পর জেলমুক্ত হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বিশেষ ইডি আদালত রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে। শেষে আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলের বাইরে দীর্ঘনিঃশ্বাস ফেলে বেরিয়ে এলেন বালুদা ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তাঁর এই জেলমুক্তির খবর শুনেই প্যানিক অ্যাটাক হয়ে অসুস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ টোলে যানজট থেকে মুক্তি, প্রাইভেট গাড়ির জন্য নয়া ব্যবস্থা আনার কথা জানালেন নীতিন গড়করী
বুকে ব্যাথা নিয়ে ফের অসুস্থ পার্থ!
জেল সূত্রে জানা গিয়েছে, প্রতিমাসেই নিয়ম মেনে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানো হয়। গত বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে দেরি না করে তাঁকে জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে ইতিমধ্যেই SSKM হাসপাতালে প্রেসিডেন্সি জেলের তরফে চিঠি দিয়ে মেডিক্যাল টিম গঠনের কথা বলা হয়েছে। তবে হাসপাতালের ডাক্তাররাই তাঁর চিকিৎসা করবেন। তবে তাঁকে SSKM নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ২০৩০-র আগে ভাগ্যের চাকা ঘুরবে না বাংলার সরকারী কর্মীদের! DA বৃদ্ধি নিয়ে বড় বয়ান
ইতিমধ্যে শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলতে হবে। সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। গতকাল দ্বিতীয় সাক্ষ্য গ্রহণের সময় পার্থের সঙ্গে প্রায় মিনিট দশেক কথা হয় অর্পিতার। শেষে আদালত ছেড়ে বেরোনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, “আসি, ভালো থেকো।” এরপর রাতেই অসুস্থ হয়ে পড়েন পার্থ।