Indiahood-nabobarsho

‘এতবছর মনে হয়নি স্পর্শকাতর?’ বই মেলায় VHP-কে স্টল না দেওয়ায় কড়া ভর্ৎসনা হাইকোর্টের

Published on:

calcutta high court on vishva hindu parishad not getting stall in kolkata book fair 2025 case

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আগামী ২৮শে জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ (Kolkata Book Fair 2025)। প্রতিবছরের মত এবছরেও প্রচুর বইপ্রেমীদের সমাগম হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি মেলায় স্টল পাওয়া নিয়ে শুরু হয়েছে সমস্যা। জানা যাচ্ছে, বইমেলায় স্টল মিলছে না বিশ্ব হিন্দু পরিষদের জন্য। ইতিমধ্যেই সেই ঝামেলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আজ সেই মামলার শুনানিতে কি বললেন বিচারপতি? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বইমেলায় স্টল পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদ

যেমনটা জানা যাচ্ছে, বইমেলায় স্টল দেওয়ার জন্য গিল্ডকে আবেদন করা হয়েছিল ভিএইচপি এর তরফ থেকে। কিন্তু অনুমতি মেলেনি, তাই হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন মামলা কোর্টে উঠলে বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী বলেন, গিল্ডের তরফ থেকে যে শর্ত দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তা মেনেই 600 sq foot এর জায়গার জন্য আবেদন করা হয়েছিল। পরবর্তীতে ইমেল মারফত স্ট্যাটাস জানতে চাওয়া হয়। তবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

কি বলছে গিল্ড?

এদিকে বইমেলার আয়োজনকারী গিল্ডের আইনজীবী জানান, বিশ্ব হিন্দু পরিষদ না কোনো পাবলিশার্স না কোনো বুক সেলার। তাদের পত্রিকা হল ‘বিশ্ব হিন্দু বার্তা’। এদিকে তারা বিশ্ব হিন্দু পরিষদ নামেই স্টলের জন্য জায়গার আবেদন জানিয়েছেন। একইসাথে আরও বলা হয় ওদের বইয়ের লেখা বেশ সেনসিটিভ বা বিতর্কিত। তবে গিল্ড কোনোরকম বিতর্ক চায় না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ গোপনে বিয়ে করছেন রিঙ্কু সিং? KKR তারকার হবু স্ত্রীর পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন

গিল্ডকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের

সবটা শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, এতবছর ধরে অনুমতি দিয়ে এসেছেন তখন মনে হয়নি এই সংগঠনের লেখা স্পর্শকাতর? এত বছর তাহলে কেন অনুমতি দিলেন? আর এতবছর যখন দিয়েছেন তাহলে এই বছর নয় কেন? এরপর এদিন বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা ঠিক করে পরবর্তী শুনানির দিন জানানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মহানগরীতে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ! দিনক্ষণ জানাল কলকাতা পুরসভা

প্রসঙ্গত, এর আগেও মামলা হয়েছিল তবে সেটা বাতিল হয়ে গিয়েছিল কারণ তাদের পাবলিশিং হাউসের কোনো রেজিস্ট্রেশন ছিল না। তবে এবার নিজেদের মামলার পক্ষে যুক্তি দেখানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ই জানুয়ারি। সেই দিনেই জানা যাবে এবছর বই মেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল থাকছে কি না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group