বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুর এফসির সামনে কাজে আসেনি মোহনবাগানের (Mohun Bagan Super Giant) ছক। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও বাড়তি সুযোগ পেয়েছিল সবুজ মেরুন। ফলত, জেতার জন্য গোলের সংখ্যা বাড়িয়ে রাখার সম্ভাবনাও ধরা দিয়েছিল মোলিনাদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হয় গঙ্গা পাড়ের দলকে। তবে গোটা ম্যাচে সম্মান রক্ষার আপ্রাণ চেষ্টা করেছিলেন বাগানের ছেলেরা। তা সত্ত্বেও শুক্রবার জয়ের মালা গলায় ওঠেনি মোহনবাগানের। আর এই অপ্রত্যাশিত হারের পরই বাগান তারকা লিস্টন কোলাসোকে কাঠগড়ায় তুলেছেন সবুজ মেরুনের সমর্থকরা।
লিস্টন কোলাসোর ভুলে সুযোগ হাতছাড়া হয়েছে মোহনবাগানের!
শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুটা শক্ত হাতেই করেছিল মোহনবাগান। সেই রেশ দ্বিতীয়ার্ধের শেষ সময় পর্যন্তও বহাল ছিল। তবে তা সত্ত্বেও জেতা হয়নি বাগানের। গতকালের ম্যাচটা মেরিনার্সদের জন্য অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের একটা বড় সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন বাগান প্লেয়াররা।
দুই দলের জোরালো আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ যখন কিছুটা এগিয়েছে ঠিক সেই সময়ে গোলের সুযোগ ধরা দেয় বাগান ব্রিগেডে। তবে দুঃখের বিষয়, নিজের হাতে প্রতিটি সুযোগেই জল ঢেলেছেন লিস্টন কোলাসো। মূলত, তাঁর মিস জাজমেন্টের কারণেই শুক্রবারের ম্যাচ থেকে 3 পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগানের। আর এই ঘটনার পরই লিস্টনের ব্যর্থকে সামনে এনে কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন সবুজ মেরুন সমর্থকরা।
লিস্টনকে নিয়ে দেদার সমালোচনা সোশ্যাল মিডিয়ায়
শুক্রবারের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগানের প্রতিটি সুযোগ নিজে হাতে নষ্ট করেছেন লিস্টন কোলাসো। এই অভিযোগকে সামনে রেখেই লিস্টন প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা। ম্যাচ ড্র হওয়ার পরই সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে চলেছে তুমুল সমালোচনা। সবুজ মেরুন সমর্থকদের মধ্যে একজন এক্স হ্যান্ডেলে লিখেছেন, লিস্টনকে সরিয়ে সালাউদ্দিন অথবা টাইসনকে খেলানো হোক। কারণ কোলাসো যদি ওই ভুলগুলো না করত তাহলে প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে নিত মোহনবাগান। কেউ কেউ আবার লিস্টনের ভুলগুলিকে ঐচ্ছিক বলেও দাগিয়ে দিয়েছেন।
অবশ্যই পড়ুন: আনোয়ারের চোটের মাঝেই সুখবর ইস্টবেঙ্গলের জন্য, রবিতেই নয়া বিদেশির অভিষেক?
সবুজ মেরুন সমর্থকদের নিশানায় মোলিনা!
শুক্রবারের ম্যাচ নিয়ে লিস্টনকে তুলোধোনা করার পাশাপাশি সমর্থকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন সবুজ মেরুন কোচ হোসে মোলিনার দল গঠনের কৌশল নিয়েও। সৌমব্রত নামক এক মোহনবাগান ভক্ত লিখেছেন, শুক্রবারের ম্যাচে অবশ্যই গ্রেগকে প্রথম একাদশে রাখা উচিত ছিল। কিন্তু জেমি ঠিক কী করছিল সেটাই বুঝতে পারলাম না। মূলত দল সাজানোতে ঘাটতি থাকায় আমরা গোল করতে পারিনি।
আরও পড়ুনঃ TRP টপার হতেই নিন্দুকদের জবাব, মুখ খুললেন ‘পরিণীতা’র অভিনেতা উদয় প্রতাপ
উল্লেখ্য, শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে মাটি আঁকড়ে পড়েছিল মোহনবাগানের ছেলেরা। আর সেই সূত্র ধরেই প্রথম 26 মিনিটের মাথায় গোল করে বসেন বাগানের শুভাশিস বসু। খেলা যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও ম্যাচ পকেটে নেবে বাগান। তবে প্রথমার্ধে সেই সম্ভাবনায় জল ছিটিয়ে দেয় জামশেদপুরের ছেলেরা।
আরও পড়ুনঃ মোবাইল পেলে তিন বছর নিষিদ্ধ! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফের কড়া নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের
খেলা গড়ায় দ্বিতীয়ার্ধে। বাগানের কাছে গোল খেয়ে তা হজম করে পাল্টা দিতে চেয়েছিল জামশেদপুর এফসি। চলছিল জোর টক্কর। শেষ পর্যন্ত 3 বাগান ডিফেন্ডারকে কাটিয়ে 60 মিনিটের মাথায় অসামান্য গোল করে বসেন স্টিফেন এজে। আর এই গোলের পরই অনিশ্চিত হয়ে পড়ে মোহনবাগানের জয়। রেফারির বাঁশিতে দাড়ি যোগ হয় ম্যাচে। ফলাফল, ড্র।