Indiahood-nabobarsho

টানা সাড়ে চারদিন বিপত্তি, আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ! কবে থেকে? জানাল কর্তৃপক্ষ

Published on:

bally bridge

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু দিন ধরে পরিকল্পনা চলছে যে খুব শীঘ্রই বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের বিবেকানন্দ সেতুতে (Vivekananda Setu) পুরনো গার্ডার পরিবর্তন হবে। আর এবার সেই নিয়ে নেওয়া হল বড় সিদ্ধান্ত। বালি হল্ট স্টেশনের মাঝের বিবেকানন্দ সেতুতে পুরনো গার্ডার পরিবর্তনের পাশাপাশি ব্যালাস্ট লাইন বসানোর কাজ শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে। তবে এই কাজের জন্য একটানা প্রায় সাড়ে চার দিন ওই সেতু দিয়ে চলাচল করবে না বাস, গাড়ি এমনকি কোনও ট্রেন। এমনটাই ঘোষণা করা হল পরিবহণ দফতরের পক্ষ থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাড়ে চারদিন আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ

সূত্রের খবর, শনিবার, পরিবহণ সচিব, রেল কর্তৃপক্ষ, এনএইচএআই, ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেট এবং বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হয় এই প্রসঙ্গে। আর তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। সারা বাংলা বাস- মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়, বাস- মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বোস, সিটি সাবার্বান বাস সার্ভিসেসের টিটু সাহা সকলেই ছিলেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি, বুধবার রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ থাকবে যান চলাচল। আর এই যান চলাচল বন্ধ থাকবে আগামী ২৭ জানুয়ারি, সোমবার ভোর ৪ টে পর্যন্ত।

যার জেরে বালি ব্রিজের একাংশ বন্ধ থাকায় ব্যাপক দুশ্চিন্তার মুখে পড়েছে যাত্রীরা। তবে চিন্তা নেই, প্রশাসন যাত্রীদের সমস্যা দূর করতে এক বিকল্প রুটও ঠিক করেছে। জানা গিয়েছে, বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। তবে কলকাতা থেকে বালি হল্ট হয়ে বোম্বে রোড, দিল্লি রোডের দিকে যেতে পারবে না বাস বা গাড়ি। সেক্ষেত্রে বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে উল্লেখযোগ্য বিষয় হল সেক্ষেত্রে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। এই খরচ রেল বহন করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাতিল থাকবে একাধিক ট্রেন

অন্যদিকে এই কাজ করার সময় বেসরকারি বাস মালিকরা অনুরোধ জানিয়েছে যে বালি হল্টের আগে নেট দিয়ে যে কাজ চলছে সেটিকে যেন খুলে দেওয়া হয়। অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল সহ একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে কলকাতা–পাটনা গরিব রথ এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ–সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়–কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ–জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ–আসানসোল ইন্টারসিটি, কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস ও কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস।

আরও পড়ুনঃ ফের ট্রেন দুর্ঘটনা, বীরভূমে চাকা খুলে গেল মালগাড়ির! থমকে শিয়ালদা, হাওড়ার বহু ট্রেন

তবে রেল সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। ডানকুনির বদলে দমদম–নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে জম্মু–তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ–রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ–আজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস। তবে বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা থাকবে। আশা করা যাচ্ছে কোনো অসুবিধা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group