‘বাগদান হয়নি’, রিঙ্কুর সঙ্গে মেয়ের বিয়ের গুঞ্জনের আসল সত্যি ফাঁস করলেন প্রিয়ার বাবা

Published:

Priya's father opens up about rinku singh and priya saroj's engagement
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট এবং রাজনীতি দুটো ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তবে শুক্রবার এই দুই ক্ষেত্রে মেলবন্ধনের খবর সামনে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh) ও উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের বাগদানের খবর। সন্ধ্যা পেরিয়ে রাত, হট টপিক হিসেবে সমাজ মাধ্যমে ঘুরে বেড়িয়েছে KKR তারকার বিবাহ গুঞ্জন! তাহলে কি পুরোটাই মিথ্যে? খোলসা করলেন যোগী রাজ্যের 3 বারের সাংসদ বাবা তুফানি সরোজ।

রিঙ্কুর বিবাহ জল্পনাই সত্যি হলো!

শুক্রবার সন্ধ্যায় আচমকা ভারতীয় ক্রিকেটে নিঃশব্দে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে তা সমাজ মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে। হ্যাঁ, গতকাল নেট দুনিয়ায় দেদার ঝড় তুলেছিল নাইট তারকা রিঙ্কুর বাগদানের খবর। অনেকেই সাংসদ প্রিয়ার সাথে ভারতীয় তারকার বিয়ের খবর পাওয়ার অপেক্ষায় ছিলেন। তবে রাত পেরিয়ে সকাল হতেই রিঙ্কুর বাগদানের খবর গুঞ্জনে পরিণত হলো।

শুক্রবার রাতেই রিঙ্কুর বাগদান গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের 3 বারের সাংসদ জানান, ভারতীয় ক্রিকেটারের সাথে তাঁর মেয়ের নাম জড়িয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রিয়ার সাথে রিঙ্কুর কোনও বাগদান হয়নি। শুধুই বিবাহের প্রস্তাব এসেছিল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আরও বলেন, বিয়ের প্রস্তাব নিয়ে রিঙ্কু সিংয়ের পরিবার তাঁদের বড় জামাইয়ের সাথে কথা বলেছে। বর্তমানে তিনি আলিগড়ে সিজেএম হিসেবে কর্মরত।

অবশ্যই পড়ুন: ৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি, আগুনে ফর্মে প্রাক্তন KKR তারকা! ভূয়সী প্রশংসা সচিনের

আদৌ বিয়ে হবে রিঙ্কু-প্রিয়ার?

সম্প্রতি সংবাদ মাধ্যমের দৌলাতে সামনে আসা এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়া সরোজের বাবা জানিয়েছেন, রিঙ্কু সিংয়ের সাথে তাঁর মেয়ের পরিচয় রয়েছে। তবে তাঁদের বাগদানের খবর সম্পূর্ণ ভুয়ো। বর্তমানে কোনও রকম সম্পর্কে নেই তাঁরা। তবে রিঙ্কুর পরিবারের তরফে বিয়ের যে প্রস্তাব এসেছে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। রিঙ্কুর অভিভাবকরাও পরিবারের বড় জামাইয়ের সাথে আলাপ আলোচনা সারছেন।

আরও পড়ুনঃ টানা সাড়ে চারদিন বিপত্তি, আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ! কবে থেকে? জানাল কর্তৃপক্ষ

তুফানি বলেন, এখনই বিয়ে নিয়ে মাথা ব্যাথা নেই কারোরই। তাঁর বক্তব্য, আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে উত্তরপ্রদেশের সংসদ অধিবেশন, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই সময়ের মধ্যে বিয়ে নিয়ে কোনও রকম কথা বলতে চান না তারা। ফেব্রুয়ারির আগে দু পক্ষের কথাবার্তা যদি বিয়ের দিকে গড়ায় সে ক্ষেত্রে সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই বাগদান ও বিয়ের তারিখ পাকা করা হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join