প্রেম-কূটকচালি অতীত! শিশুকেন্দ্রিক মেগা আনছে জি বাংলা, প্রকাশ্যে নায়িকার নাম সহ স্টোরি

Published on:

duggamoni serial

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে বাংলা বিনোদন জগতে যে সিরিয়ালগুলো সম্প্রচারিত হয় তার মধ্যে প্রেমকাহিনী থেকে শুরু করে সাংসারিক অশান্তি সবই রয়েছে। তবে জনপ্রিয় দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলার (Zee Bangla) মধ্যে কোনোটিতেই শিশুকেন্দ্রিক গল্প নেই। অনুরাগের ছোঁয়াতে সোনা-রুপা থাকলেও তারা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে এবার জানা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের।

Zee Bangla-র পর্দায় আসছে শিশুকেন্দ্রিক ধারাবাহিক

WhatsApp Community Join Now

যেমনটা জানা যাচ্ছে জি সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের প্রযোজনায় আসতে চলেছে নতুন এই শিশুকেন্দ্রিক ধারাবাহিকটি। যেখানে চার বছরের এক খুদে অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শকেরা। ইতিমধ্যেই মেগার নামও ঠিক করা হয়ে গিয়েছে, সেটা  হল ‘দুগ্গামনি’। এবার প্রশ্ন কবে থেকে দেখা যাবে নতুন মেগা?  আর কেমন হবে গল্প?

‘দুগ্গামনি’ সিরিয়ালের কাহিনী

এর আগে বেশ কিছু শিশু কেন্দ্রিক মেগা সম্প্রচারিত হয়েছে বাংলা টেলিভিশনে। যার মধ্যে অন্যতম একটি হল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’, আজ ‘মা’ সিরিয়ালের কথা বললেই সকলেই বুঝতে পেরে যান কোন মেগার কথা বলা হচ্ছে। কিছুটা তেমনই হতে চলেছে ‘দুগ্গামনি’র কাহিনী। গল্পে ছোট্ট দুগ্গামনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে।

খুব ছোট বেলাতেই মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুগ্গামনির। এরপর একটি আশ্রমে থাকতে শুরু করে সে। কিন্তু মুশকিল হল আশ্রমের মালিক তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা শুরু করে। তখন সে কোনোমতে পালিয়ে বাঁচে ও কুমারপাড়ায় আশ্রয় নেয়। শেখেনি কিছুটা বড় হয়ে ওঠে সে আর বুঝতে পারে কার মনে কি আছে। এরপর নিজের মাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সে। কিভাবে ছোট্ট দুগ্গামনি নিজের মাকে খুঁজে পাবে সেটাই হবে দেখার বিষয়

আরও পড়ুনঃ টানা সাড়ে চারদিন বিপত্তি, আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ! কবে থেকে? জানাল কর্তৃপক্ষ

প্রসঙ্গত, এর আগে জি বাংলায় আরও একটি শিশুকেন্দ্রিক মেগার সম্প্রচার শুরু করা হয়েছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র কথাই বলছি। সেই গল্পটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছিল অল্পদিনের মধ্যেই। কিন্তু টিআরপি কম হয়ে যাওয়ায় সেটা বন্ধ হয়ে যায়। এরপর বেশ কিছু সময় পেরিয়ে ফের আসতে চলেছে শিশুকেন্দ্রিক ধারাবাহিক।

সঙ্গে থাকুন ➥
X