Indiahood-nabobarsho

চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, ফের থমকে যাবে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে শীত পড়ুক আর না পড়ুক, কুয়াশার দাপট রয়েছে। তার উপর পৌষ মাস শেষ হতে না হতেই শুরু পশ্চিমী ঝঞ্ঝার খেলা। অর্থাৎ মাঘের শুরুতেই এবার আবহাওয়ার মোড় ঘোরাতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার এবং আগামী মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এবং হরিয়ানা এবং কেরলে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করতে চলেছে। উত্তর ভারতের কাশ্মীর থেকে বিহার পর্যন্ত জেড স্ট্রিম উইন্ড। উত্তর ভারতের কিছু জেলায় শীতল দিনের পরিস্থিতি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশপাশের জেলাগুলিতে সামান্য পারা পতন হতে চলেছে। তবে বড় মাত্রায় নয়। তার ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই থাকছে না। কারণ সোমবার থেকে কিছুটা হলেও চড়তে চলেছে পারদ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এই একই রকমের ওঠানামা চলবে আগামী ৪ থেকে ৫ দিন। পাশাপাশি সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফ থেকে জন্য গিয়েছে, আগামী ৪-৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে উত্তরের আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করবে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ প্রেম-কূটকচালি অতীত! শিশুকেন্দ্রিক মেগা আনছে জি বাংলা, প্রকাশ্যে নায়িকার নাম সহ স্টোরি

তার উপর বিগত বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার আনাগোনা দেখা দিয়েছে। সবথেকে বেশি কুয়াশার দাপট ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে। তবে আগামীকাল থেকে কুয়াশার দাপট কিছুটা কমতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group