Indiahood-nabobarsho

IT কর্মীর থেকে বেশি বেতন পাবেন কেন্দ্র সরকারের পিওন, অষ্টম বেতন পে কমিশনে লাভই লাভ

Published on:

indian money

শ্বেতা মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অষ্টম বেতন পে কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর নতুন পে কমিশন মানেই হল টাকার অঙ্ক কয়েক গুণ বেড়ে যাওয়া। যারফলে স্বাভাবিকভাবেই এখন সরকারি দফতরে কাজ করা পিওন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে। যাইহোক, এক হিসেব অনুযায়ী, অষ্টম বেতন পে কমিশন লাগু হয়ে গেলে পিওন থেকে শুরু করে একাধিক সরকারি কর্মীর বেতন কয়েক গুণ বেড়ে যেতে পারে। সবথেকে বড় কথা, একজন পিওনের বেতন অবধি একজন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত কর্মীর থেকে বেড়ে যাবে বলে দাবি করা হচ্ছে। সত্যিই কি তাই? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রত্যেক সরকারি কর্মচারীর মনে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে যে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর তাঁদের মূল বেতন কত বাড়বে। এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে সমস্ত মিডিয়া রিপোর্ট এবং সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর মূল বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অষ্টম বেতন কমিশনের পর পিওন থেকে IAS অফিসার এবং সেক্রেটারি, মুখ্য সচিব পর্যন্ত মূল বেতনে বড় বৃদ্ধি ঘটবে।

বেতন ম্যাট্রিক্স কী বলে?

আমরা যদি বেতন ম্যাট্রিক্সের দিকে তাকাই, তবে সপ্তম বেতন কমিশনের পরে, লেভেল-১, যার মধ্যে পিওন, ক্লিনার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, তাদের মূল বেতন ছিল ১৮,০০০ টাকা। মনে করা হচ্ছে, অষ্টম বেতন কমিশনের পর তা হবে ২১,৩০০ টাকা। একইভাবে লেভেল-২ কর্মীদের মূল বেতন ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ২৩,৮৮০ টাকা হবে এবং লেভেল-৩ কর্মীদের মূল বেতন ২১,৭০০ টাকা থেকে বেড়ে ২৬,০৪০ টাকা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

লেভেল-৪ এর কর্মীদের মূল বেতন ২৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,৬০০ টাকা করা হবে, এবং লেভেল-৫ কর্মীদের মূল বেতন ২৯,২০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫,০৪০ টাকা করা হবে।

লেভেল-৬ থেকে ৯ এ কতটুকু বাড়বে?

পে ম্যাট্রিক্স অনুযায়ী, লেভেল ৬ থেকে ৯ পর্যন্ত কর্মীদের গ্রেড পে ৪,২০০ থেকে ৫,৪০০ টাকা। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, গ্রাম উন্নয়ন কর্মকর্তার মতো কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছে। লেভেল-৬ কর্মীদের মূল বেতন ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে ৪২,৪৮০ টাকা এবং লেভেল-৭ কর্মীদের মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে বেড়ে ৫৩,৮৮০ টাকা হবে বলে আশা করা হচ্ছে।

একইভাবে, লেভেল -৮ এর কর্মচারীদের মূল বেতন ৪৭,৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫৭,১২০ টাকা করা হবে, যেখানে লেভেল -৯ এর কর্মচারীরা ৫৩,১০০ টাকা থেকে বাড়িয়ে ৬৩,৭২০ টাকা করার সুবিধা পাবেন।

লেভেল-১০ থেকে ১৪ পর্যন্ত কত টাকা পাবেন?

লেভেল ১০ থেকে ১২ পর্যন্ত কর্মীদের গ্রেড পে ৫,৪০০ টাকা থেকে ৭,৬০০ টাকা পর্যন্ত। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে, লেভেল ১০ কর্মচারীদের মূল বেতন ৫৬, ১০০ টাকা থেকে ৬৭,৩২০ টাকা হবে, এবং লেভেল ১১ কর্মচারীদের মূল বেতন ৬৭, ৭০০ টাকা থেকে বেড়ে ৮১,২৪০ টাকা হবে। লেভেল ১২ এও লাভবান হবে এবং মূল বেতন বর্তমানের ৭৮,৮০০ টাকা থেকে বেড়ে ৯৪,৫৬০ টাকা হবে।

বেতন ম্যাট্রিক্স অনুযায়ী, লেভেল ১৩ ও ১৪ কর্মীরা ৮,৭০০ থেকে ১০ হাজার টাকা গ্রেড পে পড়েন। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে, লেভেল ১৩-এর মূল বেতন ১,২৩,১০০ টাকা থেকে বেড়ে ১,৪৭,৭২০ টাকা হবে এবং লেভেল ১৪-এর মূল বেতন ১,৪৪,২০০ টাকা থেকে বেড়ে ১,৭৩,০৪০ টাকা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group