শ্বেতা মিত্র, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টম বেতন পে কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালে এই নতুন বেতন পে কমিশন লাগু হয়ে যাবে। আর নতুন বেতন পে কমিশন মানেই হল বেতনে বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। যদিও কোন মাস থেকে এই নতুন পে কমিশন লাগু হবে সেই বিষয়ে এখন অবধি কেন্দ্রের তরফে কোনওরকম সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে হু হু করে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) এবং ডিআর-এর পরিমাণ। অন্যদিকে কপাল কার্যত ফুটোই রয়ে গেছে বাংলা সরকারি কর্মীদের। এক কথায় দিনে দিনে বেড়ে চলেছে কেন্দ্রের সঙ্গে বাংলা সরকারি কর্মচারীদের DA- র ফারাক।
লাগাতার কপাল পুড়ছে বাংলার সরকারি কর্মীদের
বর্তমান সময়ে কেন্দ্রের কোটি কোটি কর্মচারী ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেই সঙ্গে মহার্ঘ্য ত্রাণ সহ আরো অন্যান্য ভাতার সুবিধাতা রয়েছে সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। স্বাভাবিকভাবেই সকলের রাগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও সেখানেও রীতিমতো খালি হাত থেকেই ফিরতে হচ্ছে সাধারণ কর্মচারীদের।
আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনের পর কোন রাজ্যের কর্মচারীদের সর্বপ্রথম বেতন, DA বাড়বে? দেখুন হিসেব
২০২৫ সালের মার্চ মাসের সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার শুনানি হবার কথা রয়েছে। যদিও আদালত কতটা সকলকে স্বস্তি দিতে পারে সেই নিয়েই ইতিমধ্যে উঠছে প্রশ্ন। গত ২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল। তবে ২০২৪-এর বড়দিনে আর সেই সংক্রান্ত কোনও ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যাইহোক, বর্তমানে বাংলার সঙ্গে কেন্দ্রের DA ফারাক ৩৯%। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বাংলার সঙ্গে কেন্দ্রের DA ফারাক ৩৯%!
রাজ্যের সরকারি কর্মীদের একটাই দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। এদিকে বেতনও যে খুব কম পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা সেটা বলাই বাহুল্য।এক হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি মাসে DA বাবদ ১৪ শতাংশ হারে ২৮০০ টাকা পাচ্ছেন। এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ ৩৩৬০০ টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা প্রতি মাসে ৭৮০০ টাকা কম পাচ্ছেন। এবং বছরে ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারই ক্যাবিনেট বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।