Indiahood-nabobarsho

সমুদ্রের নীচ দিয়ে হু হু করে ছুটবে বুলেট ট্রেন, তৈরী হচ্ছে ভারতের সর্বপ্রথম ‘আন্ডারসি রেল টানেল’

Published on:

undersea tunnel

শ্বেতা মিত্র, কলকাতা: ভারতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার মেট্রো চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাংলা তথা কলকাতা শহর। ২০২৪ সালের মার্চ মাস থেকে হুগলি নদীর নীচ দিয়ে শুরু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি মেট্রো পরিষেবা। তবে চমকের এখানেই শেষ নেই, এবার প্রথমবারের মতো আন্ডারওয়াটার সি টানেল পেতে চলেছে দেশ। সৌজন্যে ভারতীয় রেল। অর্থাৎ এবার সমুদ্রের নিচে দিয়ে ছুটবে ট্রেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যে জায়গা পরিদর্শন করে ফেলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমুদ্রের নিচে তৈরী হচ্ছে টানেল, ছুটবে ট্রেন

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের জন্য সমুদ্রের নীচে টানেল পরিদর্শন করে ফেলেছেন এবং প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন। এই বুলেট ট্রেন প্রকল্পের অধীনে ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি থানে খাঁড়ির নীচে ৭ কিলোমিটার প্রসারিত রয়েছে। টানেলটি বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) স্টেশনকে শিলফাটার সঙ্গে সংযুক্ত করবে। সমুদ্রের তলদেশে তৈরি এই সুড়ঙ্গটি দেশে এ ধরনের প্রথম সুড়ঙ্গ।

আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনের পর কোন রাজ্যের কর্মচারীদের সর্বপ্রথম বেতন, DA বাড়বে? দেখুন হিসেব

নবি মুম্বইয়ের ঘানসোলিতে রেলমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সমুদ্রের তলদেশের সুড়ঙ্গের নকশা তৈরি করা হয়েছে এবং এর নির্মাণ কাজ নিখুঁতভাবে করা হচ্ছে। তিনি আরও বলেন, টানেলের নকশা এবং এতে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে দুটি ট্রেন ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে যাতায়াত করতে পারবে। হাওয়া এবং আলোর পাশাপাশি পরিবেশ সুরক্ষারও যত্ন নেওয়া হয়েছে। প্রকল্পের ৩৪০ কিলোমিটার দীর্ঘ অংশের নির্মাণ কাজ ভালো গতিতে এগিয়ে চলছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কলকাতার সঙ্গে তুলনা?

সূত্রের খবর, এই প্রকল্পের আওতায় কলকাতা মেট্রোর আন্ডার রিভার টানেলে চলাচলকারী ট্রেনগুলির তুলনায় ট্রেনগুলি অনেক বেশি গতিতে ভ্রমণ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্রকল্পে নদীর উপর সেতু ও স্টেশন পরিকাঠামো নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। বিকেসির স্টেশনটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়, ১০ টি ভূগর্ভস্থ তল এবং সাতটি উপরের গ্রাউন্ড ফ্লোর রয়েছে। হাইস্পিড রেল প্রকল্পের কাজ নির্ধারিত সময়েই চলছে। এর পরিদর্শন ও অনুমোদন জাপানি বিশেষজ্ঞরা করেন। রেলমন্ত্রী বলেন, মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের, দক্ষ পরিবহন সরবরাহ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে চলেছে।

আরও পড়ুনঃ মান সম্মান ডোবালেন নারিন, রাসেল! দুই KKR তারকার ব্যর্থতায় হারল নাইট শিবির

দেশে প্রথমবারের মতো উচ্চ-গতির রেলপথের সমাপ্তি মুম্বাই ও আহমেদাবাদ সহ শহরগুলির অর্থনীতিকে সংহত করবে এবং নগর উন্নয়নকে একটি বড় উত্সাহ দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group