Indiahood-nabobarsho

ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের উপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়

Published on:

Olympian shooter manu bhaker's uncle and grandmother died in a road accident

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় অলিম্পিয়ান শুটার মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারে নেমে এলো শোকের ছায়া। রবিবার হরিয়ানার মহেন্দ্রগড় বাইপাস রোডের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বন্দুকধারীর দিদা এবং মামার। সূত্রের খবর, বিশেষ কারণে দূরের গন্তব্যের উদ্দেশ্যে স্কুটিতে রওনা দিয়েছিলেন ভাকেরের দিদা ও মামা। বাইপাসের কাছে যেতেই আচমকা তাঁদের ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা একটি ব্রেজা। গাড়ির জোরালো ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ

বেশ কিছু সূত্র মারফত খবর, রবিবার সকাল 9টা নাগাদ হরিয়ানার মহেন্দ্রগড় বাইপাসের কাছে দুর্ঘটনার কবলে পড়েন মনুর মামা এবং দিদা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি Maruti Suzuki ব্রেজা সজোরে ধাক্কা মারে ভাকেরের মামার স্কুটারে। তড়িঘড়ি রাস্তায় লুটিয়ে পড়েন দুজনেই। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিকারিকরা। উদ্ধার করা হয় মনুর মামা এবং দিদার নিথর দেহ। বর্তমানে তাদের ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উধাও গাড়ির চালক

ভয়াবহ দুর্ঘটনার খবর কানে আসতেই তড়িঘড়ি স্থলে পৌঁছান নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকসহ অন্যান্য সদস্যরা। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, রবিবার সকাল 9 টা নাগাদ বাইপাসের পাশ থেকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি গাড়ি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঠিক সেই সময়ে মহেন্দ্রগড়ের রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের মামা এবং দিদা। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটারে ধাক্কা মারেন চালক। আর এর পরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত গাড়ির চালক। বর্তমানে তার খোঁজ শুরু করেছে পুলিশ।

শোকস্তব্ধ মনু ভাকেরের পরিবার

রবিবারের সকালটা অন্যরকমভাবে কাটানোর সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়িত হয়নি মনু পরিবারের জন্য। ভয়াবহ দুর্ঘটনায় 2 কাছের মানুষের মৃত্যু হয়েছে জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে মনুর পরিবার। সূত্র বলছে ইতিমধ্যেই মহেন্দ্রগড়ে গিয়ে পৌঁছেছেন খেলরত্ন জয়ী ভাকের পরিবারের সদস্যরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group