শ্বেতা মিত্র, কলকাতা: বউ বাজার মেট্রো নিয়ে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত জায়গাটিকে সরিয়ে ফেলার কাজ শেষ করেছেন। যার ফলে এবার সেখান থেকে গড়াতে চলেছে মেট্রোর চাকা। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। এসপ্ল্যানেড থেকে সোজা কবে শিয়ালদা অবধি মেট্রো ছুটবে, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। কিন্তু বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে বউ বাজার অংশ। তবে আর চিন্তা নেই, কারণ এবার এই অংশের কাজ শেষ হয়েছে। ফলে মেট্রো চলতে বাধা নেই। কিন্তু সেখানে রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ট্যুইস্ট। আর সেটা ঠিক কী তা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
অবশেষে বউ বাজারে ছুটবে মেট্রো!
জানা গিয়েছে, পূর্ব রেলের ব্যস্ততম স্টেশন হাওড়া ও শিয়ালদহের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে রবিবার থেকে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ পর্যন্ত পুরো কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং কাজ শুরু হয়েছে।
এক আধিকারিক বলেন, “আমরা অবশেষে বউবাজার টানেল সঙ্কটের ফলে উদ্ভূত চ্যালেঞ্জগুলি অতিক্রম করেছি এবং শিয়ালদহ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিকে সফলভাবে সংযুক্ত করেছি। অ্যালুমিনিয়াম থার্ড রেল সম্পর্কিত বৈদ্যুতিক কাজগুলিও প্রায় সমাপ্তির পথে।” মঙ্গলবার এই বউ বাজার অংশে ছুটবে মেট্রো। তবে এখন আপাতত হবে ট্রায়াল রান।
হবে ট্রায়াল রান
মেট্রো সূত্রে খবর, আগামী ২১ জানুয়ারি রাত ১১ টায় সেক্টর ফাইভ থেকে মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে। ভোর চারটে অবধি দফায় দফায় এই ট্রায়াল রান চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো, যা গ্রিন লাইন নামেও পরিচিত, বর্তমানে ভিড়, ধীরগতির বাস বা দূষণ সৃষ্টিকারী ট্যাক্সিতে হাওড়া ও শিয়ালদহের মধ্যে যাতায়াত করা দৈনিক যাত্রীদের প্রায় ৯০ মিনিট সাশ্রয় করবে। কেএমআরসিএল-এর তরফে ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত গ্রিন লাইন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। এখন পর্যন্ত দাবি মানা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুনঃ মাত্র ১০০০ টাকায় থাকা-খাওয়া-স্নান সহ মহাকুম্ভ মেলার দর্শন, কিভাবে? দেখুন সম্পূর্ণ ট্যুর প্ল্যান
এদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস ছাড়পত্র দিলে যাত্রী নিয়ে ধর্মতলা থেকে শিয়ালদহ ছুটবে ট্রেন। মাত্র ১১ মিনিটে যাত্রীরা হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন। এর ফলে নিত্য যাত্রীরা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।