শ্বেতা মিত্র, কলকাতা: নতুন করে যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গেল বাংলার আবহাওয়া। খানিকটা হলেও তাপমাত্রা আজ সোমবার একটু বাড়ল বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কিছুটা সময় ধরে আবহাওয়ার ব্যাপক ভোলবদল লক্ষ্য করা যাচ্ছে। কখনো ঠান্ডা বাড়ছে তো আবার কখনো গরম হচ্ছে। সবমিলিয়ে বাংলার আবহাওয়া রীতিমতো দফারফা হয়ে গিয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশা দাপট রয়েছে। যাইহোক আজ সারাদিন দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে একটি বিশদ তথ্য জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকালের দিকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ফের একবার বাড়বে বাংলার আবহাওয়া। আজ বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। যদিও এই সুখ বেশি দিনের জন্য নয় বঙ্গবাসীর। শীতের পথে জল ঢালতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করবে, যা উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়াবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালে ঘন কুয়াশার দাপট থাকবে। আজ ১০-এর নিচে ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নিন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি
তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিংয়ে। এছাড়াও ঠান্ডা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার,কালিম্পঙ জেলায়।