পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এমনকি পাল্লা দিয়ে মোবাইল রিচার্জের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। ২৮ দিনের জন্য ফোন চালু রাখতে প্রায় ২০০ টাকার কাছাকাছি রিচার্জ করতে হচ্ছে। তবে এবার আর চিন্তা নেই, কারণ সস্তায় গোটা বছরের রিচার্জ এনে হাজির করেছে BSNL। যেটা বাকি মোবাইল অপারেটরদের তুলনায় সস্তা হওয়ার পাশাপাশি বারবার রিচার্জের ঝামেলা থেকেও মুক্তি দেবে।
এক বছরের ধামাকা রিচার্জ আনল BSNL
Jio, Airtel থেকে শুরু করে Vi সমস্ত কোম্পানিগুলির ক্ষেত্রেই একমাসের রিচার্জ করতে হলে ২০০ টাকার কাছাকাছি খরচ হয়। তবে বিএসএনএল যে রিচার্জ লঞ্চ করেছে তাতে ১৭০ টাকারও কমে গোটা মাস আনলিমিটেড কলিং থেকে শুরু করে ফ্রি এসএমএস এমনকি মাসে ৫০ জিবি ডেটাও পাওয়া যাবে। কত টাকার রিচার্জ করতে হবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
বিএসএনএলের বার্ষিক প্ল্যান | BSNL Annual Plan Rs 1999
আপনি যদি প্রতিমাসের রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাও আবার কম খরচেই তাহলে BSNL এর ১৯৯৯ টাকার প্ল্যানটি আপনারই জন্য। এর আগেও এই প্ল্যানটি চালু ছিল কিন্তু তখন ৪২৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হত। তবে এখন বৈধতা কিছুটা কমিয়ে ৩৬৫ দিন করে দেওয়া হয়েছে। এই রিচার্জ করলে আপনি গোটা এক বছরের জন্য আনলিমিটেড ফ্রি কলিং, প্রতিদিন ফ্রি ১০০ টি এসএমএস ও মোট ৬০০ জিবি ডেটা।
কাদের জন্য পারফেক্ট BSNL এর বার্ষিক প্ল্যান?
অনেকেই এমন আছেন যাদের ফোন মূলত কলিংয়ের জন্যই বেশি ব্যবহৃত হয় খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন পরে না। এক্ষেত্রে গোটা বছর নিশ্চিন্ত থাকার জন্য বিএসএনএলের এই প্ল্যানটি আদর্শ রিচার্জ হতে পারে। আবার যদি বাড়িতে বয়স্ক কেউ রয়েছেন যারা অল্পস্বল্প ইন্টারনেট ব্যবহার করেন ও প্রিয়জনদের সাথে কথাবার্তা বলতে ভালোবাসেন তাদের জন্যও কম খরচে সেরা রিচার্জ হতে পারে এটি।
আরও পড়ুনঃ ‘আর প্রকল্প আসবে কি না’! শিয়ালদা লাইনে কাজে বাধা পেয়ে বিস্ফোরক পূর্ব রেল, চিঠি যাবে নবান্নে
প্রসঙ্গত, Jio, Airtel বা Vi প্রতিটা কোম্পানির তরফ থেকেই বার্ষিক প্ল্যান লঞ্চ করা হয়েছে। যার মধ্যে Jio এর গ্রাহক হলে সবচেয়ে কমে ১৮৯৯ টাকার রিচার্জ করতে পারেন। এই রিচার্জের সাথে গোটা বছরের আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এর সাথে মোট ৩৬০০ টি এসএমএস ও ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। এয়ারটেল গ্রাহক হলে ১৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কলিং, রোজ ১০০ এসএমএস ও সাথে ২৪ জিবি ডেটা পাওয়া যাবে আর Vi গ্রাহক হন তাহলে ১৯৯৯ টাকায় আনলিমিটেড কলিং, ২৪ জিবি ডেটা ও ৩৬০০ এসএমএস পেয়ে যাবেন।