১৫ মাসের বকেয়া, জামিন পেয়েই বিধানসভায় বেতন তুলতে জ্যোতিপ্রিয়

Published on:

jyotipriya mallick

প্রীতি পোদ্দার, কলকাতা: ১৪ মাস পর গত বুধবার রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তদন্ত সূত্রে ২০২৩ সালের ২৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করেছিল ED। প্রায় ১ বছর ৩ মাস জেল হেফাজতে থাকার পর অবশেষে জেল থেকে বেরিয়ে যেন শান্তি তাঁর। তবে তাঁর বিরুদ্ধে মামলা এখনও বিচারাধীন। কিন্তু জেল থেকে ফিরে বাড়িতে ঢুকেই তিনি নিজের এলাকা সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন। যতই হোক বিধায়কের দায়িত্ব তিনি পালন করে এসেছেন এতদিন। আর এই আবহে বিধানসভায় ফের দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে।

এলাকার হাল ধরতে ফের উদ্যোগী জ্যোতিপ্রিয় মল্লিক

WhatsApp Community Join Now

জেল থেকে মুক্তির পর জ্যোতিপ্রিয় মল্লিক নিজের এলাকায় বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর সংগ্রহ করেন। তাতে তিনি রিপোর্ট পান যে, গত ১৪ মাস ধরে হাবড়ার আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব একটা ভালো নয়। এলাকায় মদ, সাট্টা ও জুয়ার রমরমা শুরু হয়েছে। শহরের কয়েকটি পানশালা গভীর রাত পর্যন্ত চালু থাকছে। ওই পানশালায় আবার নানা অসামাজিক কাজকর্ম হয় বলেও জ্যোতিপ্রিয়র কাছে অভিযোগ গিয়েছে। আর সে সব কথা শোনার পর জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবার শক্ত হাতে হাবড়ার আইনশৃঙ্খলা মোকাবিলা করতে উদ্যোগী হয়েছেন।

আরও পড়ুনঃ

আগামী ফেব্রুয়ারি মাসে গোটা এলাকা পর্যবেক্ষণ করবেন। এদিকে এক সপ্তাহ কাটতে না কাটতেই আজ অর্থাৎ সোমবার, বিধানসভা চত্বরে ফের দেখা গেল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে। তাও আবার অন্য মেজাজে। তাঁর শারীরিক গঠন দেখে বোঝা মুশকিল যে এই জ্যোতিপ্রিয় মল্লিক এক সময় হাবড়ার এক দাপুটে নেতা ছিলেন। এদিন বিধানসভায় ঢুকতেই সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু ক্যামেরা দেখে কিছুটা ইতস্তত বোধ করেন তিনি। তাঁর ছবি তুলতে আপত্তি জানান। তাঁর বিরুদ্ধে যেহেতু মামলা এখনও বিচারাধীন তাই তিনি কোনও কথা বলতে চাননি এদিন।

বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক

তবে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে, টানা ১ বছর ৩ মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় পৌঁছেছেন তিনি। সেক্ষেত্রে কিছু সই সাবুদ করার দরকার ছিল তাঁর। তাই সেই সূত্রে এদিন তিনি বিধানসভায় যান। জেল বন্দি থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনিতেই তাঁর ডায়াবেটিসের সমস্যা রয়েছে। সেই সূত্রে জেলে বছর খানেক থাকার পর অনুব্রত মন্ডলের মতই শরীর বেশ অনেকটাই ভেঙে পড়েছে তাঁর। ৭৮ কেজি থেকে ওজন কমে হয়েছে ৫৪ তে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের জের, এবার প্রাথমিক শিক্ষকদের জন্য বিরাট সুখবর

এদিন বিধানসভায় পৌঁছে জ্যোতিপ্রিয় প্রথমে নির্মল ঘোষের কক্ষে গিয়ে বসেন। সেখানে চা বিস্কুটের সঙ্গে খানিক আড্ডা দিয়ে তিনি বিধানসভা থেকে বেরিয়ে চলে যান। কারণ আজও তাঁর ফের ডাক্তার দেখাতে যাওয়ার কথা রয়েছে। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভায় আসাকে অনেক রাজনীতিবিদ কাম ব্যাকের নজরে দেখছে। তাহলে কি খুব শীঘ্রই ফের রাজনীতিতে সক্রিয় হবে বালু!

সঙ্গে থাকুন ➥
X