এবার জলের দরে চালু রাখুন SIM, খরচ কত? গ্রাহকদের স্বস্তি দিয়ে বিরাট ঘোষণা TRAI-র

Published on:

trai new rule will keep mobile number active for just rs 20

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মোবাইলের রিচার্জের বাড়তে থাকা দামের জ্বালায় নাজেহাল ছোট থেকে বড় সকলেই। প্রতিমাসে শুধুমাত্র ফোন নাম্বার চালু রাখতেই নূন্যতম খরচ ২০০ টাকা পার। তবে এই অনাচার আর নয়! গ্রাহকদের স্বার্থে বিগত কিছুদিন আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) এর পক্ষ থেকে টেলিকম কোম্পানিগুলির জন্য নতুন নিয়ম জারি করার কথা বলা হয়েছিল। এবার সেটাই কার্যকরী হতে চলেছে। যার ফলে জলের ধরে মাসের পর মাস চালু থাকবে সিম।

মোবাইল গ্রাহকদের দারুণ সুখবর দিল TRAI

WhatsApp Community Join Now

একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে আয় বাড়ছে না, এরই মাঝে ফোন নাম্বার চালু রাখতে মাসের রিচার্জ কার্যত বোঝা হয়ে পড়েছিল সাধারণ মধ্যবিত্তের। তাই সমস্যার সমাধানে নতুন নিয়ম জারি করল ট্রাই (TRAI)। মোবাইল আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা চালু না রাখতে পারলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে রিচার্জ না থাকলেই ৩ দিন পর ইনকামিং কল বন্ধ করে দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকেই। এবার আর তেমনটা হবে না। কমপক্ষে ৯০ দিন সময় থাকবে গ্রাহকদের কাছে।

রিচার্জ না করলেও ৩ মাস চালু থাকবে সিম

বর্তমানে রিচার্জ শেষ হওয়ার প্রায় ৩ দিন আগেই আগাম সতর্কতা শোনাতে শুরু করে টেলিকম অপারেট কোম্পানিগুলি। এরপর রিচার্জ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ইনকামিং কলের পরিষেবা। এমনকি ব্যাঙ্কিং ও অন্যান্য দরকারি ওটিপিও আসা বন্ধ হয়ে যায়। তবে এবার আর সেসব হবে না। রিচার্জ শেষ হলেও ৯০ দিন বা ৩ মাস সিম বন্ধ করা যাবে না।

আরও পড়ুনঃ এক বছর রিচার্জের চিন্তা থেকে মুক্তি, সস্তায় আনলিমিটেড কলিং ও অফুরন্ত ডেটা দিচ্ছে BSNL

মাত্র ২০ টাকায় চালু থাকবে সিম

হ্যাঁ ঠিকই শুনছেন, যদি কেউ প্রতিমাসে দামি রিচার্জ নাও করেন তাহলেও চালু থাকবে সিম কার্ড। প্রথমে ৯০ দিন চালু রাখতেই হবে। তারপরেও যদি কোনো রিচার্জ না করা হয় তাহলে মেন ব্যালেন্স বা প্রিপেড ব্যালেন্স থেকে ২০ টাকা কেটে ৩০ দিনের বৈধতা দেওয়া হবে। অবশ্য এই টাকা অর্থাৎ ২০ টাকা কাটার মত ব্যালেন্স না থাকলে SIM Card বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ এক বছর রিচার্জের চিন্তা থেকে মুক্তি, সস্তায় আনলিমিটেড কলিং ও অফুরন্ত ডেটা দিচ্ছে BSNL

প্রসঙ্গত, ট্রাইয়ের রিচার্জ ও বৈধতা সংক্রান্ত নিয়মের পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করেছে টেলিকম কোম্পানিগুলি। অনেকেই নেটওয়ার্কের সমস্যা নিয়ে অভিযোগ করেন। তবে এবার সেই সমস্যার সমাধান করে যে কোনো অপারেটরের থেকেই নেটওয়ার্ক পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আর সিগন্যাল চলে যাওয়ার মত ঘটনা ঘটবে না। আপনি Jio, Airtel, Vi বা BSNL যে কোম্পানির সিমকার্ড ব্যবহার করুন, কোনো একটি কোম্পানির টাওয়ারের দ্বারা সর্বদাই নেটওয়ার্ক পাবেন। বিগত ১৭ই জানুয়ারি থেকেই নাকি এই নিয়ম চালু করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X