পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম তথা মেলা হল কুম্ভ মেলা। ১৪৪ বছর পর ২০২৫ সালের ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। যা চলবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিন ব্যাপী চলা এই মেলায় পুণ্য স্নানের জন্য গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বিদেশ থেকেও মানুষ আসেন একটিবার এই বিশাল জনসমুদ্র দেখার জন্য।
মহাকুম্ভ ২০২৫ | MahaKumbh 2025
সাধারণত প্রতি ১২ বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে। তবে ১৪৪ বছর পর এবছর ১২টি কুম্ভের চক্রের সমাপ্তি হবে। মানুষের বিশ্বাস এই সময় যদি শাহী স্নান বা পবিত্র স্নান করা হয় তাহলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। এবছর মহাকুম্ভে ২৯ শে জানুয়ারি চন্দ্র, সূর্য, বৃহস্পতি ও শনি ‘পুখ নক্ষত্র’র সাথে সারিবদ্ধ হবে। তাই এই কুম্ভকে মহাকুম্ভ বলা হয়।
মহাকুম্ভে পবিত্র স্নান
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য ও বৃস্পতির অবস্থান মেনেই শাহী স্নানের সময় নির্ধারিত হয়। এই সময় গঙ্গায় স্নান করলে সুখ, সমৃদ্ধি লাভ হয়। নিয়ম অনুযায়ী কুম্ভের প্রথম স্নানের অধিকার রয়েছে নাগা সন্ন্যাসীদের। কারণ তাঁরাই হলেন সনাতনী ধর্মের রক্ষাকারী, তাই এই স্নানের প্রথম অধিকার প্রদান করে তাঁদের প্রতি সন্মান জ্ঞাপন করা হয়। তাছাড়া এই সময় স্নান করার জন্য নাগা সন্ন্যাসীরা হাতি, ঘোড়া থেকে শুরু করে রথে চেপে আসেন। তাই এটিকে শাহী স্নান বলে আখ্যা দেওয়া হয়েছে।
মহাকুম্ভ ২০২৫ এ পুণ্য স্নানের সঠিক দিনক্ষণ
এবছর আর মোট ৪টি পুণ্য স্নানের দিন বাকি রয়েছে। আর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল ২৯ শে জানুয়ারি। এছাড়া আর কোন কোন দিন স্নান করা সবচেয়ে বেশি শুভ? নিচে সেই দিনগুলির তালিকা দেওয়া রইল।
- ২৯ শে জানুয়ারিঃ মৌনী অমাবস্যা
- ৩ রা ফেব্রুয়ারিঃ বসন্ত পঞ্চমী
- ১২ ই ফেব্রুয়ারিঃ মাঘী পূর্ণিমা
- ২৬ শে ফেব্রুয়ারিঃ মহা শিবরাত্রি
আপনি যদি মহাকুম্ভের পুণ্য তিথিতে স্নান করতে চান তাহলে এই দিনগুলির মধ্যে কোনো একটি দিন স্নান করতে হবে। কারণ এই চারটি দিন যদি মিস যায় তাহলে আগামী ১৪৪ বছর পর আবার মহাকুম্ভ অনুষ্ঠিত হবে।