পার্থ সারথি মান্না, কলকাতাঃ IPL এর দৌলতে ষ্টার প্লেয়ার হয়ে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh)। গতবছর যেখানে ৫৫ লক্ষ টাকায় তাকে দলে নেওয়া হয়েছিল, সেখানে এবছর ১৩ কোটি টাকায় তাকে সাইন করিয়েছে KKR। এরপর বিলাসবহুল বাংলো কেনা থেকে সাংসদ প্রিয়া সরোজের সাথে সম্পর্কের জেরে বেশ চর্চায় রয়েছেন তিনি। তবে এবার আরও বাবাকে উপহার দিয়ে ফের ভাইরাল রিঙ্কু সিং।
প্রতিকূলতার সাথে লড়াই করে সাফল্য অর্জন রিঙ্কুর
২০২৩ সালে আইপিএলে গুজরাটের বিরুদ্ধে ৫টা ছয় মেরে দলকে জেতানোর পর থেকেই ভাগ্য বদলে যায় রিঙ্কু সিংয়ের। প্রথমে ৫৫ লক্ষ টাকা দিয়ে দলে নেওয়া হয় তাকে। সেটাই অনেক ছিল বলে জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে সৌদি আরবে যাওয়ার কথা উঠলেও রিঙ্কুকে ছাড়েনি টিম কেকেআর। ১৩ কোটি টাকার বিনিময়ে দলে রাখা হয়েছে তাকে। ফলে এক এক করে বাড়ি গাড়ি কিনে নিজের স্বপ্ন পূরণ করছেন তিনি।
ছোট বেলায় দরিদ্র পরিবারেই বেড়ে ওঠেন রিঙ্কু। বাবা বাড়িতে গ্যাস ডেলিভারীর কাজ করতেন, অবশ্য এখনও তাই করেন। একসময় আর্থিক সমস্যার কারণে ক্রিকেট ছেড়ে কাজে মন দেওয়ার জন্য বলা হয়েছিল বাড়ি থেকে তবে নিজের অক্লান্ত পরিশ্রম ও প্রতিভার জেরে আজ সফল ক্রিকেটার হয়ে দেখিয়ে দিয়েছেন। তাই এবার বাবাকে স্বপ্নের বাইক উপহার দিলেন ছেলে রিঙ্কু সিং।
বাবাকে স্বপ্নের বাইক উপহার দিলেন রিঙ্কু সিং
সম্প্রতি বাবা খানচন্দ্র সিংকে একটি কাওয়াসাকি নিনজা ৪০০ বাইক উপহার দিয়েছেন রিঙ্কু। যার বর্তমান দাম প্রায় ৫ লক্ষ টাকা। ছেলের গিফট দেওয়া এই বাইকে করেই এখন কাজে যান তিনি। স্বাভাবিকভাবেই এমন একটা বাইকে চেপে কাজে যেতে পেরে বেশ খুশি তিনি। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে যেখানে সবুজ রঙের নিনজা বাইকে চেপেই কাজে যেতে দেখা যাচ্ছে তাকে।
View this post on Instagram
আরও পড়ুনঃ ১৪৪ বছর পর মহাকুম্ভের বিরল যোগ, কোন কোন দিনে হবে শাহী স্নান? রইল দিনক্ষণ
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ খেলা নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন রিঙ্কু সিং। আগামী ২২শে জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে এই সিরিজটি। তারপরেই IPL এ দেখা যাবে তাঁকে। রিঙ্কু সিং মূলত ভারতীয় টিমের হয়ে টি-২০ ম্যাচই বেশি খেলেছেন, যেখানে তিনটি হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন। এছাড়া ৩০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।