পার্থ সারথি মান্না, কলকাতাঃ আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের T 20। যার প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির আগে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ভারত ও ইংল্যান্ড দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে সূর্যকুমার যাদব ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছে।
ভারতীয় দলের সম্ভাব্য খেলোয়াড় | Expected Playing Eleven of Team India
এই ম্যাচে কারা থাকবে প্লেয়িং ইলেভেনে? এই প্রশ্ন ইতিমধ্যেই সকলের মনে ঘুরতে শুরু করেছে। জানা যাচ্ছে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ওপেনিংয়ের জন্য নামতে পারেন। সাউথ আফ্রিকা সফরে দু’বার সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু, এদিকে অভিষেকও দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন শেষ ম্যাচগুলোতে তাই ওপেনিংয়ে এই দুজনকেই রাখছেন সূর্যকুমার। এছাড়া মিডল অর্ডারে তিলক বার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং এর মত খেলোয়াড়রা থাকবেন।
বোলিংয়ে থাকছেন শামি ও অর্শদীপ
এই সিরিজে ভারতীয় টিমের হয়ে বোলিংয়ে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে মহম্মদ শামি ও অর্শদীপ সিংকে। এছাড়া স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীও দলে থাকছেন। প্রায় ১৪ মাস পর টিমে কামব্যাক করছেন শামি তাই তার পারফর্মেন্স কেমন হবে সেটা দেখার জন্য রীতিমত মুখিয়ে বসে রয়েছেন ভারতীয় দলের সমর্থকরা।
ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের ভারতীয় টিমের খেলোয়ারদের তালিকা
- সূর্যকুমার যাদব
- সঞ্জু স্যামসন
- অভিষেক শর্মা
- তিলক বার্মা
- হার্দিক পান্ডিয়া
- রিঙ্কু সিং
- নীতিশ কুমার রেড্ডি
- অক্ষর প্যাটেল
- হর্ষিত রানা
- অর্শদীপ সিং
- মহাম্মদ শামি
- বরুন চক্রবর্তী
- রবি বিষ্ণই
- ওয়াশিংটন সুন্দর
- ধ্রুব জুরেল
প্রসঙ্গত, এর আগে ২৪ বার টি ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। যার মধ্যে ১৩ টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া আর ১১ টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। আর এবারের ম্যাচ যেহেতু ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে তাই জয় নিয়ে অনেকটাই আশাবাদী টিম ইন্ডিয়া। এখন অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার। এই ম্যাচ ষ্টার স্পোর্টসের চ্যানেলে ও অনলাইনে ডিজনি হটস্টারে দেখতে পাওয়া যাবে।
প্রথম টি২০তে ভারতের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি আর বরুণ চক্রবর্তী।