Indiahood-nabobarsho

সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দিতে চরম পদক্ষেপ, হাইকোর্টের অনুমতিও পেল রাজ্য সরকার

Published on:

calcutta high court

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের শাস্তিস্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পরেই খানিক অসন্তুষ্ট হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ‘পুরোটা এখনও শুনিনি। তবে জানতে পারলাম যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই ফাঁসির দাবি তুলেছিলাম। আমরা এখনও সেই দাবিতে অটুট আছি। এটা সিরিয়াস কেস। যদি আমাদের হাতে কেসটা থাকত অনেকদিন আগে ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আরজি করের রায়ে অসন্তুষ্ট মমতা

এদিকে আবার সন্ধ্যে নাগাদ সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। যা দেখে রীতিমত আমি স্তম্ভিত। আমি নিশ্চিত যে এটি সত্যিই একটি বিরলতম ঘটনা, যার জন্য দোষীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। কী ভাবে বিচার শেষে একে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে মনে করা হল না ? আমরা এই জঘন্য ও সংবেদনশীল ঘটনার মামলায় মৃত্যুদণ্ড চাই।” কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবির সঙ্গে মোটেও সহমত নন নিহত চিকিৎকের মা-বাবা।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট মমতার

আর ঠিক পরের দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে এবার দ্বারস্থ হল রাজ্য সরকার । আর এই মর্মে ডিভিশন বেঞ্চে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। জানা গিয়েছে ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মিলেছে। আর এই মামলার দায়ের ফলে ফের উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শাস্তির খাঁড়া শুধু সঞ্জয়ের ঘাড়ে নয়! বিচারপতির ১৭২ পাতার নির্দেশ নামায় পুলিশ, সন্দীপের নাম

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে শুরু হয় শিয়ালদা আদালতে আরজি করের ঘটনার বিচারপ্রক্রিয়া। টানা ৬০ দিন চলে সেই মামলার শুনানি। আদালতে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে সিবিআই। অবশেষে ১৬২ দিন পর গত শনিবার আরজি কর মামলার শুনানিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। সেই দিনেই সঞ্জয় রায় এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(ধর্ষণ), ৬৬(ধর্ষণ পরবর্তী মৃত্যু) এবং ১০৩(১) (খুন) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে শাস্তিস্বরূপ ২০ জানুয়ারি তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিল আদালত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group