Indiahood-nabobarsho

সরকারি প্রকল্পের নজরদারিতে ফের বড় পদক্ষেপ নবান্নর, চালু হল নয়া পোর্টাল

Published on:

nabanna

শ্বেতা মিত্র, কলকাতা: নজরে বিধানসভা ভোট ২০২৬। চতুর্থবারের মতো সরকার গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে বর্তমান শাসক দল।আর এরই মধ্যে এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা হল একটি নতুন পোর্টাল বা ওয়েবসাইট। এই পোর্টাল থাকবে রাজ্যের অর্থ মন্ত্রকের হাতে। রাজ্যের অর্থ দফতরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন পোর্টাল চালু করল সরকার

অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে দফতর সংক্রান্ত গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নেন বলে খবর। রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বাঁধ নির্মাণ, ইত্যাদি কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয় অর্থ দফতর থেকে। কোন কাজে কতটা অগ্রগতি হয়েছে, কত টাকা খবর হয়েছে ইত্যাদি আয়-ব্যায়ের হিসেবে সহ সরকারি উদ্যোগের বিভিন্ন জরুরি তথ্য থাকবে এই ওয়েব সাইটে। ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে  ইউপিএমএস নামের এই পোর্টাল নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।

ভোটের আগে প্রতিবারই সরকারের তরফে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন বিধানসভা নির্বাচন শাসক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনবার ভোটে জিতে বাংলায় সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এবার সামনে চতুর্থবার সরকার গঠন করার সুযোগ। ‘২৬-এর নির্বাচন জিতলেই চতুর্থবারের জন্য রাজ্যে সরকার গঠন করতে পারবে ঘাসফুল শিবির। তাই দেরি না করে তড়িঘড়ি নেওয়া হচ্ছে পদক্ষেপ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নজরে ২০২৬

মনে করা হচ্ছে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থমূলক একাধিক কাজের সূচনা করতে পারেন। এই সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে কি না সেটাও নজরে রাখা জরুরি। এই ওয়েব সাইট থাকলে কাজের খতিয়ান বা হিসেব রাখার কাজ অনেকটা সহজ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সাল শাসক দলের খুবই জরুরি বলে করা হচ্ছে। এই বছর সরকার যদি একাধিক উল্লেখযোগ্য কাজ করে দেখাতে পারে, তাহলে নির্বাচনে জেতার সম্ভবনাও বাড়বে বলে আশা করা যায়।

আরও পড়ুন: সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দিতে চরম পদক্ষেপ, হাইকোর্টের অনুমতিও পেল রাজ্য সরকার

উন্নয়নমূলক কাজ হতে থাকলে প্রার্থীদের ভোট প্রচারেও সুবিধা হবে, সেই সঙ্গে জনমানসে দলের ভাবমূর্তি বজায় থাকবে। সব মিলিয়ে বিধানসভা ভোট ২০২৬- এর আগে সরকারের এই পোর্টাল চালু করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য বলেই ধরা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যে পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দফতরকে এই পোর্টালের আওতায় নিয়ে আসা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র অধীনে চলা বিভিন্ন প্রকল্পের কাজকেও এই ওয়েবসাইটের আওতায় নিয়ে আসা হতে পারে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group