পার্থ সারথি মান্না, কলকাতাঃ যত দিন যাচ্ছে ততই আরও খারাপ হচ্ছে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি (Pakistan Economic Crisis)। দেশের সিংহভাগ মানুষই নিজেদের মাসিক খরচ পর্যন্ত টানতে হিমশিম খাচ্ছেন। এদিকে সরকারের মাথাতেও রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা। ইতিমধ্যেই একাধিকবার বিশ্ব ব্যাঙ্ক থেকেই শুরু করে IMF এর থেকে টাকাও চাইতে হয়েছে দেশটিকে। তবে এবার ফের খারাপ খবর এল পাকিস্তানের জন্য।
আরও পড়ল পাকিস্তানের IMF রেটিং
এর আগে IMF এর তরফ থেকে পাকিস্তানের আর্থিক উন্নতি ৩.৫% হারে হবে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু এবার সেটা আরও কমিয়ে দেওয়া হল। সম্প্রতি নতুন করে রেটিং করা হয়েছে যেখানে পাকিস্তানের আর্থিক গ্রোথ রেট ৩% করে ধার্য করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর অর্থ হল অর্থনৈতিক দিক থেকে আরও দুর্বল হচ্ছে ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রটি।
বর্তমানে ভারতের আর্থিক উন্নতি ৬.৫% হিসাবে রেটিং দেওয়া হয়েছে IMF এর তরফ থেকে। যেটা দেশের উন্নত ও মজবুত আর্থিক পরিকাঠামো আর আগামীদিনের অগ্রগতির দিকে ইঙ্গিত দিচ্ছে। এমনকি ২০২৬ সালে এই রেটিং ৬.৭% হবে বলেও আশা করা হচ্ছে। অথচ একই সময় স্বাধীনতা পেলেও ৭৫ বছর পরও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান।
আরও পড়ুনঃ এই ৩ কারণে ২০২৫-এ IPL জেতা হবেনা KKR-র
আরও বাড়তে পারে পাকিস্তানের আর্থিক সঙ্কট
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মতে, পাকিস্তানের বর্তমান আর্থিক পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। ইতিমধ্যেই দেশের গ্রোথ রেট কমিয়ে ৩% করে দেওয়া হয়েছে যেটা আগামীদিনে ৩.২% এর GDP নির্দেশ করে। সেই অনুযায়ী ২০২৬ সালে পাকিস্তানের GDP ৪% পৌঁছাবে।
আরও পড়ুনঃ সফল ট্রায়াল! শিয়ালদা টু এসপ্ল্যানেড হু হু করে ছুটল মেট্রো, নিমিষেই পৌঁছল গন্তব্যে
প্রসঙ্গত, পাকিস্তানের এই আর্থিক পরিস্থিতির পিছনে অতিরিক্ত ঋণ নেওয়াকেও অন্যতম কারণ হিসাবে মনে করেন বিশেষজ্ঞরা। চীন থেকে শুরু করে সৌদি আরবের মত দেশগুলির থেকে বিপুল পরিমানে ধার নিয়ে বসে রয়েছে দেশটি। যে কারণে একাধিকবার IMF এর কাছে লোন নেওয়ার জন্য দৌড়াতে দেখা গিয়েছে পাকিস্তানকে।