Indiahood-nabobarsho

লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা, আর চিন্তা রইল না রাজ্যের মহিলাদের

Published on:

lakshmir-bhandar

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে। একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে। তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লক্ষীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেয়া হয়েছে। এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে। যার ফলও মিলেছিল হাতে নাতে। তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল। সেটা হল ৬০ বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত।

আরও পড়ুনঃ সহজেই পান লাইসেন্স, এবার প্রতি পঞ্চায়েতেই মদের দোকান খোলার অনুমতি দেবে রাজ্য সরকার

এবার সেই সমস্যারও সমাধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে বয়স ৬০ বছর পেরোলেও বন্ধ হবে না লক্ষীর ভান্ডার। মৃত্যুর আগে পর্যন্ত প্রতিমাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় দারুন খুশি মহিলারা। এখন আর ৬০ বছর হলে লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে দৌড়াদৌড়িও করতে হবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন নাম নথিভুক্ত হবে লক্ষীর ভাণ্ডারে

ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন। তবে এখনও বেশ কিছু মহিলার রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল। তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হচ্ছে।

আরও পড়ুনঃ রেশন কার্ডে আবারও বদলে গেল নিয়ম, এখন আর প্রতিদিন মিলবে না রেশন সামগ্রী

আগামী ২৪শে জানুয়ারি থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। যেটা চলবে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে লক্ষীর ভান্ডার সহ ৩৭টি প্রকল্প সংক্রান্ত কাজ করা হবে। তাই যাঁরা এখনও কোনো কারণবশত নাম তুলতে পারেননি তারা দুয়ারে সরকারের শিবির থেকেই নতুন করে আবেদন করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group