শ্বেতা মিত্র, কলকাতা: শীত নয়, ফের একবার তরতড়িয়ে বাড়তে চলেছে বাংলার তাপমাত্রা। বিশেষ করে শহর কলকাতার পারদ যেখানে ১৩-১৪ ছিল এখন তা বেড়ে ১৬ ডিগ্রি হবে আজ বুধবার। হ্যাঁ ঠিকই শুনেছেন। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। আজ আবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে কুয়াশার চাদরে ঢাকতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী টানা কয়েকদিন সারা বাংলা জুড়ে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে গায়ে গরম জামা রাখতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিগত দু’দিন ধরে উত্তুরে হাওয়ার প্রভাব অনেকটাই কমেছে। উল্টে বাড়ছে পূবালী হাওয়ার দাপট। ফলে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে তা বলাই বাহুল্য। আজ সকাল থেকেই জেলায় জেলায় ফের কুয়াশার ঘনঘটা বাড়তে শুরু করেছে। যাইহোক, আজ দক্ষিণবঙ্গের ১২ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মূলত কুয়াশার জন্য বুধবার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। কুয়াশার জন্য উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া? এই বিষয়ে আলিপুর জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। ২৩ জানুয়ারি ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশি।