অ্যাকাউনন্টে ঢুকবে ১৬ হাজার টাকা! DA না বাড়ালেও এই শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের

Published on:

ssk msk teachers salary hike announced by wb government

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ডিএ এর পরিমাণ বৃদ্ধি না করলেও ধাপে ধাপে সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা এসেই চলেছে। বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার সেই দাবিতে সারা দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কতটা বাড়লে মাইনে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

WhatsApp Community Join Now

বর্তমানে বাংলায় শিশু শিক্ষা কেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK) মিলিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। আজ অর্থাৎ মঙ্গলবার তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে। আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে বেতন পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। কিছুদিন আগেই যেখানে মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল সেখানে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর খুশি শিক্ষকেরা।

কত টাকা বাড়ল বেতন?

শিক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ৩% হারে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ সক সহায়ক/সহায়িকা পদের বেতন ১১,২৫৫ টাকা থেকে বেড়ে ১১,৫৯৩ টাকা হল। মুখ্য সহায়ক বা সহায়িকা পদের বেতন ১১,৬৩৮ টাকা থেকে বেড়ে ১১,৯৮৭ টাকা হল।

এছাড়া সম্প্রসারক বা সম্প্রসারিকা পদের ক্ষেত্রে বেতন ১৪,৬৩২ টাকা থেকে বাড়িয়ে ১৫,০৭১ টাকা করে দেওয়া হল। আর মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকাদের বেতন ১৫,৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ১৬,২৩১ টাকা করে দেওয়া হল। খুব বেশি বৃদ্ধি না হলেও দীর্ঘদিন পর বেতন বাড়ানোর সিদ্ধান্তে খুশি কর্মীরা।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা, আর চিন্তা রইল না রাজ্যের মহিলাদের

প্রসঙ্গত, শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবিই নয়, এর সাথে আরও একাধিক সুযোগ সুবিধার দাবি করা হয়েছিল রাজ্য সরকারের কাছে। এই মর্মে বিকাশ ভবনের সামনে অবস্থানেও বসেছিলেন SSK ও MSK শিক্ষক শিক্ষিকারা। তবে বেতন বৃদ্ধির দাবি যেমন পূরণ করা হল তেমনই ধীরে ধীরে বাকি দাবিও পূরণ করা হবে বলে আশা করছেন কর্মীরা।

সঙ্গে থাকুন ➥
X