Indiahood-nabobarsho

আর ফ্রি নয়, দিতে হবে টাকা! রেশনে বিনামূল্যে সামগ্রী দেওয়া বন্ধের পথে সরকার

Published on:

ration-card

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দরিদ্র তথা মধ্যবিত্তকে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি থেকে রেহাই দিতে ও অন্নের যোগান নিশ্চিত করতে সরকারের তরফ থেকে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। এরপর করোনাকালে বিনামূল্যেই রেশন সামগ্রী দেওয়া শুরু হয়। যার ফলে ৮০ কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। তবে এবার বন্ধ হতে পারে ফ্রি রেশন পরিষেবা! হ্যাঁ এমনটাই ইঙ্গিত পাওয়া গেল নীতি আয়োগের রিপোর্টে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ হতে চলেছে বিনামূল্যের রেশন?

নীতি আয়োগের তরফ থেকে ‘মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স ২০০৫ – ২০০৬ ‘ একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানা যাচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ২৪ কোটি ৮২ লক্ষ মানুষকে দরিদ্রসীমা থেকে তুলে আনা হয়েছে। এই রিপোর্ট নিয়ে বহু জায়গায় প্রচারও করা হয়েছিল। তবে কি এবার এই রেপোরকে হাতিয়ার করেই বন্ধ করে দেওয়া হবে বিনামূল্যের রেশন? নাকি বর্তমানের যে ৮০ কোটিরও বেশি লোককে রেশন দেওয়া হয় তাদের থেকে এই ২৪ কোটি ৮২ লক্ষের নাম বাতিল করা হবে? প্রশ্ন উঠছে এই নিয়েই।

আরও পড়ুনঃ মাত্র ১০ হাজার বিনিয়োগ, আয় হবে লাখে! রইল সামান্য পরিশ্রমেই দারুণ ব্যবসার সন্ধান

গতকাল অর্থাৎ মঙ্গলবার নীতি আয়োগে ‘ওয়ার্কিং গ্রুপ অফ মডেল ফেয়ার প্রাইস শপ’ নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই রেশন ডিলারদের আয় বৃদ্ধি নিয়ে প্রস্তাব রাখা হয়। নীতি আয়োগের পোগ্রাম ডিরেক্টর জানান, ‘গ্রাহকদের থেকে প্রতি কেজিতে ১ থেকে ১.৫ টাকা নিলে কেমন হয়? তাহলে প্রত্যেক গ্রাহকের থেকে ৫-৭ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব’। অর্থাৎ বিনামূল্যে নয়, কিছু টাকা খরচ করে নিতে  হবে রেশন এমনটাই বলা হচ্ছে প্রস্তাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেশন ডিলারদের আয় বাড়াতে উদ্যোগী নীতি আয়োগ

নতুন প্রস্তাবের ভিত্তিতে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিও জারি করা যেতে পারে বলে জানা গিয়েছে এদিনের বৈঠকেই। বর্তমানে ডিলাররা প্রতি কেজিতে মাত্র ৯০ পয়সা কমিশন পান, সেটাকেই বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলেই এই প্রস্তাব। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাবের মাধ্যমে রেশন ডিলারদের আয় বৃদ্ধিকে দেখিয়ে ফ্রী রেশন দেওয়া বন্ধ করে ফের টাকা দিয়ে চাল, গম দেওয়া চালু হতে পারে।

আরও পড়ুনঃ রেশন কার্ডে আবারও বদলে গেল নিয়ম, এখন আর প্রতিদিন মিলবে না রেশন সামগ্রী

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন ১ লা জানুয়ারি ২০২৪ থেকে আগামী ৫ বছর ফ্রি রেশন প্রকল্প চালু থাকবে। এর জন্য কেন্দ্রকে প্রতিবছর ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা খরচ করতে হয়। যার ফলে কোষাগারে চাপ বাড়ছে। তার উপর দীর্ঘদিন ধরেই কমিশন বৃদ্ধির দাবিতে সরব রেশন ডিলাররা তাই এমন প্রস্তাব আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group