টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম থাকা নিয়ে বিতর্ক, BCCI-র দাবির জবাব দিল ICC

Published on:

Bcci does not want tournament logo with pakistan's name on team jerseys for champions trophy 2025, icc gave a strong message

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) নিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ আবারও নতুন বাক নিয়েছে। তবে এবারের টানাপোড়েনে ভারতের সহায় হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বেশ কিছু সূত্র মারফত খবর, হোস্ট নেশন রেগুলেশন পলিসি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে অংশ নিতে হলে আয়োজক দেশের নামসহ লোগো দলগুলির ক্রিকেট কিট এবং জার্সিতে লাগাতে হবে।

কিন্তু রিপোর্ট বলছে, সেই পথে হাঁটতে চায়না BCCI। তাই একপ্রকার বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে কঠিন বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ICC জানিয়েছে, ভারত যদি তাদের খেলোয়াড়দের জার্সি এবং কিটে পাকিস্তানের লোগো না লাগায় সেক্ষেত্রে দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

পাকিস্তানের নাম লিখতে আগ্রহী নয় BCCI!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের ভেন্যু যেখানেই হোক না কেন আয়োজক দেশের নামসহ লোগো খেলোয়াড়দের টি শার্ট ও কিটগুলিতে লাগানো একপ্রকার বাধ্যতামূলক। তবে সম্প্রতি বেশ কিছু রিপোর্ট মারফত জানা যায়, রোহিত-বিরাটদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে গড়রাজি BCCI। তবে এই তথ্য আদৌ সত্যি কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি। জানা যাচ্ছে, ভারতীয় বোর্ডের তরফে জার্সিতে লোগো লাগানোর বিষয়ে অস্বীকার করে PCB-কে কোনও বার্তা পাঠানো হয়নি।

অবশ্যই পড়ুন: শুধুই নয় পুণ্যস্নান, মহাকুম্ভে গেলে এই ১২টি স্থান দর্শন করলে স্মৃতি থাকবে আজীবন

ভারতীয় বোর্ডকে কড়া বার্তা দিয়েছে ICC!

হাইব্রিড মডেল মেনে মিনি ওয়ার্ল্ড কাপের সবকটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে ভারতীয় দল। তবে সেই রণক্ষেত্রে নামার আগে টিম ইন্ডিয়ার ছেলেদের টি শার্ট ও ক্রিকেট কিটে আয়োজক দেশ পাকিস্তানের নামযুক্ত লোগো অ্যাটাচ করতে হবে। আর এই কাজেই নাকি ঘোর আপত্তি রয়েছে BCCI কর্তাদের। এবার সেই কারণকে সামনে রেখে, ভারতীয় ক্রিকেট বোর্ড আধিকারিকদের কড়া বার্তা দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

আরও পড়ুনঃ এই ৩ কারণে ২০২৫-এ IPL জেতা হবেনা KKR-র

সদ্য পাওয়া খবর অনুযায়ী, ICC-র এক কর্মকর্তা জানিয়েছেন, ICC ভারতীয় বোর্ড কর্তাদের জানিয়েছে যে, ভারত দলের কিট গুলিতে পাকিস্তানের নামসহ টুর্নামেন্টের লোগো অ্যাটাচ করতে বাধ্য, কারণ এবারের টুর্নামেন্টের মূল আয়োজক তারাই। ICC কর্তা আরও বলেন, প্রতিটি দলের দায়িত্ব তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সেই সাথে কিটগুলিতে আয়োজক দেশের নাম রাখতেই হবে। তাই সূত্রের খবর মেনে, ভারতীয় দল যদি শেষ পর্যন্ত খেলোয়াড়দের জার্সি এবং কিটে পাকিস্তানের নাম না রাখে সেক্ষেত্রে দলটির বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেয়া হবে।

সঙ্গে থাকুন ➥