Indiahood-nabobarsho

ফের বিপত্তি, নতুন করে হাওড়া-ব্যান্ডেল লাইনে চারদিন অজস্র লোকাল বাতিল করল পূর্ব রেল

Published on:

local train

শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া ডিভিশনে (Howrah) লোকাল ট্রেন যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। এবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। জানুয়ারি মাস একদিকে যখন শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে তখন আচমকা হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। তাও আবার একদিন, দু’দিন নয়, টানা ৪ দিন বাতিল থাকতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি রবিবার অবধি এক বিশেষ কারণে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন পরিষেবা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে অ্যাপ্রোচ সহ নতুন দুই লেনের বেনারস রোডের জন্য পাইল ফাউন্ডেশন সহ বো স্ট্রিং গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ৬৬ মিটার স্প্যান গার্ডার আনা হয়েছে। আর সেটাই চালু করার জন্য চলমান ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরে লোকাল EMU ট্রেন বাতিল করা হয়েছে।

জোনাল রেলওয়ে অফিস সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত ১৫টি করে ইএমইউ বাতিল থাকবে। একইভাবে শেওড়াফুলি থেকে হাওড়া পর্যন্ত ১১টি লোকাল ইএমইউ চালানো হবে না। এছাড়াও বেলুড় মঠ থেকে হাওড়া, হাওড়া থেকে বেলুড় মঠ এবং হাওড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত দুটি করে লোকাল ট্রেন। এছাড়াও ট্রেন নম্বর ৩৭২০২ ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিজ স্পেশাল বাতিল থাকবে। এর জেরে স্বাভাবিকভাবেই যাত্রীদের প্রবল ভোগান্তির শিকার হতে হবে সেটা বলাই বাহুল্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাঙা হবে দুটি ব্রিজ

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের মতে, স্টেশন এবং ইয়ার্ডটি অদূর ভবিষ্যতে একটি বিশাল পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে এক, আট নম্বর প্ল্যাটফর্ম এবং ১০ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম সহ স্টেশনের সাতটি প্ল্যাটফর্ম পূর্ণ দৈর্ঘ্য সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। স্টেশন সম্প্রসারণে বিদ্যমান ও আসন্ন চাঁদমারী সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ ভারত, ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার চিন্তা দূর, অতিরিক্ত ট্রেন দিল পূর্ব রেল, জানুন টাইমিং

তিনি বলেন, “আমরা গত এক বছরে চাঁদমারি ব্রিজ ও বেনারস ব্রিজে জোর দিয়েছি। আমরা বিদ্যমান দুই সেতু ভেঙে ফেলব এবং যে পিলারগুলি বাধা দিচ্ছে সেগুলি ইয়ার্ডের পুনর্নির্মাণের সুবিধার্থে হবে।” ইয়ার্ড পুনর্নির্মাণের পরিকল্পনা সম্পর্কে জিএম বলেন, “আমরা হাওড়া ইয়ার্ড পুনর্নির্মাণের জন্য আবেদন মঞ্জুর করেছি। একটি নতুন বৈদ্যুতিন ইন্টারলকিং ভবনও নির্মিত হবে যার জন্য স্থানটিও চিহ্নিত করা হয়েছে এবং আমরা শীঘ্রই কাজ শুরু করব।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group