চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাননি টিম ইন্ডিয়ায়, এবার এই দলের হয়ে খেলবেন মহম্মদ সিরাজ

Updated on:

Mohammed siraj doing bowling practice before playing ranji trophy matches viral video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত তিন বছরে ভারতের হয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত বর্ডার গাভাস্কার সিরিজেও জ্বলে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর বোলিং দাপট সামলে উঠতে হিমশিম খায় বহু তাবড় তাবড় ব্যাটার। তবে তা সত্ত্বেও আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হচ্ছে না তাঁর।

WhatsApp Community Join Now

হ্যাঁ, দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে বাদ দিয়েই দুই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে BCCI। ফলত জাতীয় দলে উপেক্ষিত হয়ে এক প্রকার হতাশার দিন কাটাচ্ছিলেন সিরাজ। যদিও বর্তমানে নিজস্ব অস্ত্রে শান দিতেই ব্যস্ত ভারতীয় তারকা। শোনা যাচ্ছে, ঘরোয়া টুর্নামেন্টকে পাখির চোখ করে হায়দরাবাদের হয়ে মাঠে কসরত করছেন সিরাজ। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে সেই ভিডিও।

ব্যর্থতাই কাল হলো সিরাজের!

অজিভূমিতে ভারতের অপদস্ত সিরিজের পর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সমালোচনার জল অনেকটাই গড়িয়েছে। বিশেষত, রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ব্যর্থতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে তাঁদের ছুটি দেওয়ার উপদেশ দিয়েছেন সমর্থকরা। প্রশ্ন উঠেছে ভারতের দুর্বল বোলিং অ্যাটাক নিয়েও। জসপ্রীত বুমরাহকে পছন্দের তালিকায় রেখে অন্যান্যদের গাফিলতিকে বারংবার প্রশ্নবানে বিদ্ধ করেছে সমর্থক মহল। সেই তালিকায় রয়েছে মহম্মদ সিরাজও।

মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ায় শেষের দিকে ভাল ফর্মে থাকলেও শুরুর ম্যাচগুলিতে সিরাজের ব্যর্থতাকে সামনে রেখেই আসন্ন টুর্নামেন্টের আগে তাঁকে ছাটাই করেছে বোর্ড। অনেকেই আবার ভাবছেন, চোট কাটিয়ে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মহম্মদ শামির প্রত্যাবর্তনই সিরাজের পথের কাঁটা হয়ে উঠেছে। তবে যাই হোক না কেন, আসন্ন দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলে জায়গা হয়নি, ভারতীয় পেসারের। আর সেই যন্ত্রণাকে বুকের বাঁ দিকে চেপে রেখেই ঘরোয়া টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন সিরাজ।

হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামবেন সিরাজ

বেশ কিছু সূত্র মারফত খবর, রঞ্জি ট্রফির গ্রুপ বি পর্বের ম্যাচগুলিতে হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন ভারতীয় পেসার সিরাজ। আর সেই কারণেই আগেভাগে নিজস্ব অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন তিনি। আগামী 30 জানুয়ারি থেকে নাগপুরের মাঠে প্রাক্তন চ্যাম্পিয়ন দল বিদর্ভের বিরুদ্ধে আক্রমণ শনাবে হায়দরাবাদের ছেলেরা। 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের এই ম্যাচগুলি। আর সেইসব ম্যাচকে লক্ষ্য বানিয়েই হায়দরাবাদের জিমখানা মাঠে অনুশীলন সারছেন সিরাজ।

ভাইরাল সিরাজের নেট প্র্যাকটিসের ভিডিও

ভারতীয় দলে উপেক্ষিত হয়ে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন ভারতীয় পেসার। আর সেই কারণেই রঞ্জি ট্রফির গ্রুপ বি পর্বের ম্যাচগুলির আগে হায়দরাবাদের জিমখানা মাঠে বল হাতে দীর্ঘ কসরত করতে দেখা গেল সিরাজকে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) মঙ্গলবার এক্স হ্যান্ডেলে সিরাজের বোলিং প্র্যাকটিসের একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে, উইকেট ভাঙার খিদে নিয়ে স্থানীয় ব্যাটারদের উদ্দেশ্যে বল ছুঁড়ছেন ভারতীয় তারকা। নেটে ভারতীয় পেসারের ঘাম ঝরানোর দৃশ্য দেখে নেট হই হই পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম থাকা নিয়ে বিতর্ক, BCCI-র দাবির জবাব দিল ICC

কেন দল থেকে বাদ পড়লেন সিরাজ?

অস্ট্রেলিয়ার মাটিতে হেরোর তকমা গায়ে মেখে দেশে ফিরেছে ভারতের ছেলেরা। অজিদের বিরুদ্ধে রোহিত-বিরাটদের প্রতিটি ব্যর্থতা টিম ইন্ডিয়াকে বিপদ সীমাই দাঁড় করিয়েছিল। এহেন আবহে প্রশ্ন উঠেছে সিরাজদের বোলিং নিয়েও। তবে প্যাট কামিন্সদের কাছে পরাজিত হয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশক্তি দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতের। কিন্তু সেই রাস্তায় জায়গা হয়নি ভারতীয় পেসার সিরাজের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সিরাজকে কেন দলে নিলো না বোর্ড?

যদিও এর উত্তর আগেভাগেই দিয়ে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে সিরাজের অনুপস্থিতিকে সামনে রেখে রোহিত বলেছিলেন, সিরাজ পুরনো বলের দক্ষতা হারিয়ে ফেলেছে। সাধারণত নতুন বলে ওর দক্ষতা বেশি। আমরা মূলত মিডিল ও ডেথ ওভারে কিছু কার্যকরী বোলার চেয়েছিলাম। আর সেই কারণেই সিরাজকে বাদ দিয়ে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং অর্শদীপ সিংকে দলে রেখেছে ভারতীয় বোর্ড।

সঙ্গে থাকুন ➥
X