৫ টাকারও কম খরচে আনলিমিটেড কলিং সাথে মিলবে ডেটাও, ধামাকা প্ল্যান আনল BSNL

Published on:

bsnl 91 rupee plan

শ্বেতা মিত্র, কলকাতা: দেশের প্রথম সারির টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিয়ে একের পর এক প্ল্যান লঞ্চ করেই চলেছে বিএসএনএল। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। তবে এবার কোটি কোটি ফোন ব্যবহারকারি জানলে অবাক হবেন, মাত্র ৫ টাকারও কমে কিনা আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা মিলবে BSNL-এর একটি প্ল্যানে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে বছরের শুরুতেই বিএসএনএল-এর তরফে বেশিদিনের ভ্যালেডিটি অথচ একদম পকেট ফ্রেন্ডলি দামে রিচার্জ প্ল্যান আনা হয়েছে। আর এই প্ল্যান সম্পর্কে জেনে স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়েছে Vi থেকে শুরু করে Airtel, Jio-র মতো সংস্থার। বিশদে জেনে নিন ঝটপট।

BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যান

WhatsApp Community Join Now

আজ আমরা সকলকে ৮৯৭ টাকার প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলতে চলেছি যা একটি দুর্দান্ত বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। ১০০০ টাকারও কম দামে এই প্ল্যানে গ্রাহকরা টানা ৬ মাসের ভ্যালেডিটি পাচ্ছেন। এই প্ল্যানে শুধু সস্তায় দীর্ঘ মেয়াদই দেওয়া হয় না, সিম সচল রাখতেও এটি ব্যবহার করা যাবে। বিএসএনএলের এই প্ল্যানটি বেসরকারী টেলিকম সংস্থাগুলির তুলনায় বেশি ভ্যালেডিটি এবং সুবিধা প্রদান করে গ্রাহকদের।

উদাহরণস্বরূপ, এয়ারটেলের ৫০৯ টাকার প্ল্যানটির বৈধতা ৮৪ দিনের। এতে কেবল 6GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি 4G নেটওয়ার্কে কাজ করে এবং ব্যবহারকারীরা ভাল ডেটা এবং কলিং-এর সুবিধা পান। সেখানে অন্যদিকে বিএসএনএলের ৮৯৭ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং 90GB ডেটা দেওয়া হ। এছাড়াও, ডেটা গতি 40Kbps হিসাবে কম হতে পারে।

আরও পড়ুনঃ ফের বিপত্তি, নতুন করে হাওড়া-ব্যান্ডেল লাইনে চারদিন অজস্র লোকাল বাতিল করল পূর্ব রেল

খরচ হবে মাত্র ৪.৯৮ টাকা

বিশেষত্ব হলো, এই দামে এত সুবিধা আর কোথাও পাওয়া যায় না। যদি ডেটা শেষ হয়ে যায় তবে আপনি ডেটা ভাউচারটি রিচার্জ করতে পারেন এবং পরবর্তীকালে পরিষেবাটি গ্রহণ করা চালিয়ে যেতে পারেন। সুতরাং, আপনি যদি প্রতিদিন ৪. ৯৮ টাকা খরচ করতে ইচ্ছুক হন তবে বিএসএনএলের এই পরিকল্পনাটি আপনার জন্য পারফেক্ট হিসেবে প্রমাণিত হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X