একটাকাও লাগবে না, কিভাবে লাইভ দেখবেন ভারত-বাংলাদেশ চ্যাম্পিয়ান্স ট্রফির ম্যাচ? রইল পদ্ধতি

Published on:

India's schedule for champions trophy tournament 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড সিরিজ পেরিয়ে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পা রাখবে ভারতীয় দল। হাইব্রিড মডেল মেনে দুবাইয়ের মাটিতে আসর জমাবেন রোহিত শর্মারা। আয়োজক যেহেতু পাকিস্তান, তাই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই হবে পাক ময়দানে।

WhatsApp Community Join Now

তবে ইভেন্টের শেষ লগ্নে পৌঁছে শত্রুদের নাস্তানাবুদ করে যদি ফাইনালে উঠতে পারে রোহিতের দল, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে তার আগে বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষকে ফিরতি পথ দেখাতে হবে। রইল চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলির নির্ধারিত সূচি। সেই সাথে কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে রোহিত শর্মাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে, সেই সমাধানও থাকছে এই প্রতিবেদনে।

ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে ফেব্রুয়ারিতেই। সেই মতো আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারত। মিনি ওয়ার্ল্ড কাপের আসরে তাদের প্রথম প্রতিপক্ষ পদ্মা পাড়ের দল বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি দুবাইয়ের মাটিতে ওপার বাংলার টাইগারদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শক্তি বাড়াবে রোহিত শর্মারা। আইসিসি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শর্মাদের পারফরমেন্স কেমন থাকে সেদিকে বিশেষ নজর থাকবে দেশবাসীর।

দ্বিতীয় ম্যাচে ভারতের শত্রু পাকিস্তান!

চ্যাম্পিয়নস ট্রফির প্রকাশিত সুচি অনুযায়ী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ বাহিনীর বিরুদ্ধে লড়াই শেষ হলে 23 ফেব্রুয়ারি, রবিবার ছুটির দিনে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের মহারণ দেখার সুযোগ হবে উভয় দেশের সমর্থকদের। প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে বহুদিন একই রণক্ষেত্রে দেখা মেলেনি দুই দলের ক্রিকেটারদের। এবার সেই বহু প্রতীক্ষিত দৃশ্য চাক্ষুষ করার সুযোগ হবে ভক্তদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড

দুবাইয়ের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে জয়- ছিনিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শারাতে নামবে রোহিতের দল। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচে জিততে পারলেই সেমি ফাইনালে জায়গা পোক্ত হবে টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ 2 মার্চ। এদিন ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইন ও ফাইনাল

দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় হাসিল করতে পারলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উত্তীর্ণ হবে ভারত। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া প্রথম ধাপ এগোতে পারলে দুবাইয়ের মাটিতে আয়োজিত হবে, প্রথম সেমিফাইনাল। দ্বিতীয়টি হবে পাকিস্তানের লাহোরে। মিনি ওয়াল্ড কাপের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে তারিখ যথাক্রমে 4 এবং 5 মার্চ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সূত্রে এখনও পর্যন্ত যা খবর, নির্ধারিত সূচি বলছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে 9 মার্চ। সেক্ষেত্রে ভারত যদি ফাইনালে দৌড়ে নিজেদের তুলে ধরতে পারে তবে আয়োজক পাকিস্তানের মিনি ওয়ার্ল্ডকাপ ফাইনাল গড়াবে দুবাইয়ে। বলে রাখি, দ্বিতীয় দিন অর্থাৎ 10 মার্চ একটি রিজার্ভ ডে রেখেছে ICC।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাননি টিম ইন্ডিয়ায়, এবার এই দলের হয়ে খেলবেন মহম্মদ সিরাজ

চ্যাম্পিয়নস ট্রফির জন্য টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড

ব্যাটার – রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাাট কোহলি, শ্রেয়স আইয়ার

উইকেটকিপার – কেএল রাহুল, ঋষভ পন্থ

অলরাউন্ডার – হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর

বোলার(স্পিন ও পেসার)- জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

ভারতের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং কীভাবে ফ্রিতে দেখবেন?

19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। মিনি বিশ্ব কাপের প্রথম দিন সম্মুখ সমরে উপস্থিত হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এর ঠিক পরের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে। এছাড়ও অফিসে কিংবা ট্রেন যাত্রা করতে করতে নিজের ফোন থেকে Disney+ Hotstar অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের সমস্ত ম্যাচ দেখতে পারবেন গ্রাহকরা।

সঙ্গে থাকুন ➥
X