T20-তে সবথেকে বেশি ম্যাচ জিতিয়েছেন টিম ইন্ডিয়ার কোন অধিনায়ক?

Published on:

Which indian captain led india to win the most t 20 matches? see the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ঘরানায় যথেষ্ট সফল দল ভারত। তবে জাতীয় দলের এই সাফল্য যাঁদের কাঁধে ভর করে এসেছে তাঁরা হলে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তালিকাটা খুব একটা দীর্ঘ না হলেও লিস্টে থাকা প্রথম 3 সফল টি টোয়েন্টি অধিনায়কের রেকর্ড বিশ্বজোড়া। চলুন জেনে নেওয়া যাক কোন 3 অধিনায়কের কাঁধে ভর করে টি-টোয়েন্টিতে সাফল্যের মুকুট মাথায় চড়িয়েছে টিম ইন্ডিয়া।

অধিনায়ক রোহিত শর্মা

WhatsApp Community Join Now

বর্তমানে ব্যর্থতার পরিধি চওড়া হলেও অধিনায়ক রোহিত শর্মার কাঁধে চেপে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে ধুঁকতে থাকা রোহিতই দলের কঠিন সময়ে খুঁটি আঁকড়ে পড়েছিলেন।

পরিসংখ্যান বলছে, রোহিত শর্মার নেতৃত্বে মোট 62 টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করেছিল ভারতের ছেলেরা। যার মধ্যে 49 টিতেই জয় ছিনিয়ে এনেছেন রোহিত। হারতে হয়েছে মাত্র 12 ম্যাচে। আর এই কারণকে সামনে রেখেই টি-টোয়েন্টি সংস্করণে ভারতের সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় মগডালে রয়েছে রোহিত শর্মার নাম।

মহেন্দ্র সিং ধোনি

টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে সফল ভারতীয় অধিনায়কের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে ক্যাপ্টেন কুল ওরফে মহেন্দ্র সিং ধোনির। নিজের তুখর বুদ্ধিমত্তা ও শান্ত স্বভাবে ম্যাচ পরিচালনার জন্যই বিশেষ পরিচিত তিনি। অঙ্ক বলছে, ধোনির নেতৃত্বে মোট 71টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছে ভারত। জয় এসেছে 41 টিতে। বাকি 28 ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

তৃতীয় স্থানে বিরাট কোহলি

অসামান্য ব্যাটিং স্কিল এবং দ্রুত রান করার মতো বিশেষ দক্ষতা রয়েছে বিরাট কোহলির। মূলত বিরাটের গোছানো ক্রিকেটকে পুঁজি করেই তাঁকে টি-টোয়েন্টিতে দল পরিচালনার দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই গুরু দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করেছেন কোহলি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কোহলির নেতৃত্বে 50টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছে ভারতীয় দল। তবে জয় এসেছে মাত্র 30 ম্যাচে। 18 নম্বর জার্সির কাঁধে দায়িত্ব চাপিয়ে 16 ম্যাচে হতাশ হতে হয়েছে বোর্ডকে। ফলত হারের সংখ্যা বেশি হওয়ায় বিরাট কোহলিকে ভারতের তৃতীয় সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সঙ্গে থাকুন ➥
X