খরচ ৮০ টাকারও কম, আনলিমিটেড কলিং ও ডেটা সহ লোভনীয় অফার নিয়ে হাজির BSNL

Published on:

bsnl 300 days vaildity plan with unlimited calling and data for rs 797

পার্থ সারথি মান্নাঃ মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে মোবাইল রিচার্জ নতুন ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে রিচার্জ না করলেও ফোন নাম্বার দিব্যি চালু থাকতো সেখানে এখন প্রতিমাসে রিচার্জ করতেই হয়। শুধু তাই নয়, যদি রিচার্জ করতে দেরি হয় তাহলে নাম্বারে ইনকামিং কল ও এমএমএস বন্ধ হয়ে যায়। এদিকে নূন্যতম রিচার্জ প্রায় ২০০ টাকা। অবশ্য বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) নিজেদের গ্রাহকদের অনেকটা স্বস্তি দিয়েছে দামি রিচার্জের থেকে। তবে এবার আরও সুখবর দিল BSNL।

রিচার্জ না করলেও অ্যাকটিভ থাকবে নাম্বার

WhatsApp Community Join Now

সম্প্রতি গ্রাহকদের স্বার্থে বেশ কিছু নিয়ম জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI। রিচার্জ না করলেও একটা নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল পরিষেবা চালু রাখার জন্য বলা হয়েছে Airtel, Jio, Vi ও BSNL কোম্পানিকে। একইসাথে সেই সময়সীমা পেরিয়ে গেলেও নূন্যতম খরচে নাম্বার চালু থাকবে। এই ঘোষণা আসার পর অনেকটাই স্বস্তি পেয়েছেন আমজনতা। তবে এরই মাঝে নতুন রিচার্জ প্ল্যান এনে বাজার দখল করতে প্রস্তুত বিএসএনএল।

সস্তায় ৩০০ দিনের প্ল্যান আনল BSNL

বর্তমানে সবচেয়ে সস্তার প্ল্যান যদি কেউ অফার করে থাকে তাহলে সেটা বিএসএনএল। তা সত্ত্বেও একেরপর এক নয়া প্ল্যান লঞ্চ হয়েই চলেছে। এতে গ্রাহকেরা নিজেদের পছন্দের মত অফার পাচ্ছেন। এমনই একটি প্ল্যান হল বিএসএনএল এর ৭৯৭ টাকার রিচার্জ। যেখানে আনলিমিটেড কলিং তো থাকছেই, সাথে পাবেন ডেটা ও এসএমএস। সাথে পাওয়া যাবে ৩০০ দিনের ভ্যালিডিটি। তবে এখানে রয়েছে একটা টুইস্ট।

আরও পড়ুনঃ ৫ টাকারও কম খরচে আনলিমিটেড কলিং সাথে মিলবে ডেটাও, ধামাকা প্ল্যান আনল BSNL

আপনি যদি ৭৯৭ প্ল্যান দিয়ে রিচার্জ করেন তাহলে ৩০০ দিনের বৈধতা পাবেন ঠিকই। তবে যে সমস্ত ফিচার্স অফার করা হচ্ছে তার বৈধতা থাকবে ৬০ দিনের জন্য। অর্থাৎ প্রথম দুই মাস আপনি আনলিমিটেড কলিং থেকে প্রতিদিন ২ জিবি হিসাবে ১২০ জিবি ডেটা ও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। কিন্তু ৬০ দিন পর এই সুবিধা আর পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয়

এই রিচার্জটি মূলত যারা দুটি নাম্বার ব্যবহার করেন তাদের জন্য ভালো। অনেকেই একটি কাজের নাম্বার ও একটি পার্সোনাল নাম্বার ব্যবহার করেন। এক্ষেত্রে দুটো সিমকার্ডের রিচার্জ করতে হিমশিম খেতে হয়। একটা কলিং নাম্বার থাকলে দ্বিতীয়টি যদি বিএসএনএল হয় তাহলে সেটাকে প্রায় গোটা বছর চালু রাখতে অনেকটাই কম খরচ হবে, এই রিচার্জ করলে। হিসেবে মত মাত্র ৮০ টাকারও কম খরচ হবে মাসে।

সঙ্গে থাকুন ➥
X