শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় বাজেট শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই দেশের লক্ষ লক্ষ কৃষককে বিরাট স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি (Jute MSP Hike) ঘোষণা করল কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ৬ শতাংশ বা ৩১৫ টাকা থেকে বাড়িয়ে এক কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে। এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বাংলা সহ দেশের লক্ষ লক্ষ কৃষক তা বলাই বাহুল্য।
বাড়ল পাটের সহায়ক মূল্য
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ২০২৫-২৬ অর্থবর্ষে পাটের MSP বাড়িয়ে কুইন্টাল প্রতি ৫,৬৫০ টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে। যা আগের বছরের তুলনায় ৩১৫ টাকা বেশি। বৈঠকের পর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, নতুন ন্যূনতম সহায়ক মূল্য ব্যয় মূল্যের চেয়ে প্রায় ৬৭ শতাংশ বেশি। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার ২০১৪-১৫ সালে কাঁচা পাটের এমএসপি প্রতি কুইন্টাল ২৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০২৫-২৬ বিপণন মরসুমে কুইন্টাল প্রতি ৫,৬৫০ টাকা করেছে।
পীযূষ গোয়েল আরও বলেন, ‘প্রায় ৪০ লক্ষ কৃষক পরিবারের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট শিল্পের উপর নির্ভরশীল। এ নিয়ে পাটকলগুলোতে প্রায় চার লাখ শ্রমিকের প্রত্যক্ষ কর্মসংস্থান হচ্ছে। তিনি বলেছিলেন যে গত বছর ১.৭০ লক্ষ কৃষকের কাছ থেকে পাট কেনা হয়েছিল। দেশের ৮২ শতাংশ পাট চাষি পশ্চিমবঙ্গে। আসাম ও বিহারে প্রতিটি পাট উৎপাদনের ৯ শতাংশ অবদান রয়েছে।’
বড় বার্তা প্রধানমন্ত্রীর
নতুন এমএসপি সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার সকালে লেখেন, ‘আমাদের সরকার সারাদেশের পাট উৎপাদনকারী কৃষকদের স্বার্থে একটি বড় পদক্ষেপ নিয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্যে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন।’
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে আটদিন বন্ধ থাকবে পরিষেবা! কবে কবে? দিনক্ষণ জানাল মেট্রো কর্তৃপক্ষ
পাট চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা খরচের উপর ৬৬.৮ শতাংশ রিটার্ন পাবেন বলে অনুমান করা হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে পাটের সহায়ক মূল্য ছিল ২ হাজার ৪০০ টাকা। তারপর থেকে সরকার ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩,২৫০ টাকা বাড়িয়েছে ২০১৪-১৫ আর্থিক বছর থেকে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে পাট চাষিদের ১,৩০০ কোটি টাকা দিয়েছেন কৃষকরা। ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ সময়কালে সরকার কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে ৪৪১ কোটি টাকা দিয়েছিল।