দমদম বিমানবন্দরে ১০ টাকার চা খেতে বিরাট ভিড়, প্রথম মাসে কত গ্রাহক পেল উড়ান যাত্রী ক্যাফে?

Published on:

udan yatri cafe sets record on first month of opening

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে মানুষের চাহিদা যেমন বেড়েছে তেমনি বিমানভ্রমণ অনেকটাই সাধ্যের মধ্যে এসেছে। ফলে আগের তুলনায় আরও অনেক বেশি মানুষ বিমানযাত্রা করতে পারছেন। তবে বিমানবন্দরে যে সমস্যার সম্মুখীন সকলকেই হতে হয়েছে সেটা হল চা, কফি থেকে শুরু করে খাবারের অত্যাধিক দাম। এর সমাধানে সরকারের তরফ থেকে ‘উড়ান যাত্রী ক্যাফে’ (Udan Yatri Cafe) চালু করা হয়েছিল। এবার সেখানেই বড় সাফল্য মিলল বলে জানা যাচ্ছে।

এয়ারপোর্টে ১০ টাকায় চা দিচ্ছে উড়ান যাত্রী ক্যাফে । Udan Yatri Cafe at Kolkata Airport

WhatsApp Community Join Now

বিমানে যাত্রার করার ক্ষেত্রে সকলেই একটু আগে থেকে চেক ইন সিকিউরিটি ইত্যাদি করে নিতেই পছন্দ করেন। এতে করে নির্ঝামেলায় যাত্রা করা যায়। কিন্তু অপেক্ষা করার অসময় খিদে পেলে ২০ টাকার জিনিসও ৪ থেকে ৫ গুণ দামে কিনতে হয়। যার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপে পড়ে মধ্যবিত্তরা। এই সমস্যার সমাধানেই সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফের উদ্বোধন করেন।

বিগত ২১শে ডিসেম্বর চালু করা হয়েছিল এই ক্যাফেটি। যেটা প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। যার ফলে আরও বেশি লোকের নজরে আসে এই ক্যাফে। আর এবার জানা যাচ্ছে নয়া রেকর্ড তৈরী করেছে এই উড়ান যাত্রী ক্যাফে।

চালুর মাসেই নয়া রেকর্ড

চালু হওয়ার পর মাত্র ১ মাস হয়েছে উড়ান যাত্রী ক্যাফের। এরই মধ্যে রোজ ৯০০ জন কাস্টমার আসতে শুরু করেছে। এমনকি নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ১ মাসে প্রায় ২৭,০০০ যাত্রীকে পরিষেবা দিয়েছেন তাঁরা। এটা একদিকে যেমন ক্যাফের সাফল্য তুলে ধরছে তেমনি বোজা যাচ্ছে বিমানবন্দরে এমন একটা দোকানের প্রয়োজন ছিল সাধারণ মধ্যবিত্তের।

আরও পড়ুনঃ খরচ ৮০ টাকারও কম, আনলিমিটেড কলিং ও ডেটা সহ লোভনীয় অফার নিয়ে হাজির BSNL

কী কী পাওয়া যায় উদয়ন যাত্রী ক্যাফেতে?

চালু হওয়ার সময় সিভিল এভিয়েশন মন্ত্রী নাইডু একটি ভিডিও শেয়ার করেছিলেন নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে। কলকাতা বিমান বন্দররের ১০০ বছর উপলক্ষে এই যাত্রী ক্যাফের উদ্বোধন হয়েছিল। এখানে মাত্র ১০ টাকায় এক বোতল জল পাওয়া যাচ্ছে। এছাড়া মাত্র ২০ টাকার বিনিময়ে কফি, সুইটমিট, সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। এয়ারপোর্টে যেখানে একটা সামান্য বার্গার খেতেও ৩৫০ টাকা খরচ করতে হয় সেখানে এত  কমে খাবার পাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উড়ান যাত্রী ক্যাফেটি।

সঙ্গে থাকুন ➥
X