হাইকোর্টের নির্দেশেই হল কাজ, রাতারাতি টোল আদায় বন্ধ দুর্গাপুরের এই ৭ রাস্তায়

Published on:

calcutta high court

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে মানতে হলো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশিকা। আদালতের রায় মেনে এবার নজির গড়ল দুর্গাপুর নগর নিগম। এবার দুর্গাপুর শহরের সাতটি রাস্তা ব্যবহারের ক্ষেত্রে কারোর কাছ থেকেই টোল ট্যাক্স আদায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগর নিগমের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ এবার থেকে সাতটা রাস্তা ব্যবহার করার জন্য আর পুরসভাকে টাকা দিতে হবে না সাধারণ মানুষকে। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ আমজনতা। আপনিও কি দুর্গাপুর শহরে বাসিন্দা? জানতে ইচ্ছুক যে কোন কোন রাস্তার ক্ষেত্রে আর আগামী দিন থেকে টোল ট্যাক্স গুনতে হবে না? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

হাইকোর্টের নির্দেশে বড় পদক্ষেপ পুরসভার

আসলে এই টোল ট্যাক্স আদায় বন্ধ করার ব্যাপারে হাইকোর্টের কাছে বারবার আবেদন জানাচ্ছিল দুর্গাপুরের স্মল ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশন। মূলত দুর্গাপুর শহরকে শিল্পতালুক বলা হয়। আর এই শিল্পতালুকে আসা পণ্যবাহী গাড়ি থেকে টোল না নেওয়ায় জন্য অ্যাসোসিয়েশনের তরফে পুরসভায় আবেদন করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের কর্তাদের দাবি, পণ্যবাহী গাড়ি থেকে টোল নিলে বাইরে থেকে কোনও গাড়ি শিল্পতালুকে আসতে চাইছে না। যে কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তবে অ্যাসোসিয়েশনের দাবি মেনে নেই কলকাতা হাইকোর্ট এবং মোট ৭টি রাস্তার ক্ষেত্রে টোল ট্যাক্স আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশিকা মানতে কার্যত বাধ্য হয় দুর্গাপুর পুরসভা। যদিও এর ফলে পুরসভাকে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে সেটাও আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, ‘টোল আদায়ের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে। হাইকোর্ট আমাদের কাছে লিখিত অনুমোদন পত্র জমা দিতে বলেছে। সেটা যেহেতু আমাদের হাতে নেই, তাই টোল আদায় আদালতের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে। তবে অবৈধ কোনও টোল নেওয়া হচ্ছে, এরকম বিষয় নয়।’

টোল প্লাজার এক কর্মী বলেন, ‘বুধবার সকাল থেকেই পুরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পর থেকে আমরা কোনও টোল আদায় করছি না।’

এই রাস্তাগুলি থেকে আর নেওয়া হবে না টোল ট্যাক্স

দুর্গাপুর এলাকায় কাঞ্জিলাল অ্যাভিনিউ, নাচান রোড, হ্যানিম্যান সরণি, নাসের অ্যাভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল ও শ্যামপুর মিলিয়ে মোট সাতটি জায়গা থেকে টোল আদায় করা হত দীর্ঘদিন ধরে। তবে এবার থেকে আর এই জায়গাগুলো থেকে কোনো টাকা আদায় করা যাবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥