ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেই বাদ শামি! নেপথ্যে কী ফিটনেস? জানা গেল আসল কারণ

Published on:

why was mohammed shami left out from the t20 f

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গুঁড়িয়ে গিয়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সূর্যকুমার যাদবদের সামনে মুখ থুবড়ে পড়েছে জস বাটলার বাহিনীর আত্মবিশ্বাস। তবে কলকাতার মাটিতে লড়াইটা তেমন হাড্ডাহাড্ডি ছিল না।

WhatsApp Community Join Now

কারণ 13 ওভারের আগেই ইংল্যান্ডকে নাকানি চোবানি খাইয়ে সহজ জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। তবে এই ঘটনার বেশিরভাগটাই সম্ভব হয়েছে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ বোলারদের হাত ধরে। কিন্তু আশ্চর্যের বিষয়, গতকালের হাই ভোল্টেজ ম্যাচে জায়গা হয়নি মহম্মদ শামির (Mohammed Shami)। তাঁকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণা করেছেন অধিনায়ক সূর্য। কাজেই যাঁর দলে ফেরা নিয়ে এত মাতামাতি সেই দাপুটে বোলারকে ছাড়াই কীভাবে ম্যাচ গড়াল কলকাতায়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বাদ পড়লেন শামি

চোট যন্ত্রণাকে সঙ্গী করে টানা 1 বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন শামি। আজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজ চলাকালীন তাঁর অনুপস্থিতি প্রতিমুহূর্তে ভাবিয়েছে দলকে। তবে দীর্ঘ প্রতীক্ষায় জল ঢেলে অবশেষে মাঠে ফিরেছেন ভারতীয় পেসার। খেলোয়াড়ের ফিটনেস খতিয়ে দেখে চলতি ইংল্যান্ড সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়েছে তাঁর।

তবে গতকাল ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে শামির না থাকাটা অবাক করেছে সকলকে। প্রশ্ন উঠছে দলে প্রত্যাবর্তন হওয়া সত্বেও গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচেই কেন নামানো হলো না শামিকে? মিলেছে উত্তরও।

কেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম একাদশে জায়গা পেলেন না শামি?

দীর্ঘ হতাশা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজস্ব অস্ত্রে শান দিয়েছেন বহুদিন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও ইংল্যান্ড সিরিজকে পাখির চোখ করেই নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন তিনি। সেই মতো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে জুড়েছিল মহম্মদ শামি নামটা। তবে বড় ধাক্কা এলো টি-টোয়েন্টির প্রথম ম্যাচ গড়াতেই।

ম্যাচ শুরুর আগেই টসে সূর্য কুমার যাদব জানিয়ে দিয়েছিলেন, প্রথম একাদশে জায়গা হচ্ছে না শামির। কিন্তু কেন? সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে শামিকে বোলিং লাইনআপের সাথে মানানসই মনে করেনি ম্যানেজমেন্ট। মূলত পরিস্থিতি ও তাঁর ফর্ম দেখেই প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যদিও এ বিষয়ে স্পষ্ট কোন উত্তর এখনও পর্যন্ত মেলেনি।

মহম্মদ শামিকে নিয়ে মুখ খুলেছেন অভিষেক শর্মা

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে সাংবাদিক সম্মেলনে টি-টোয়েন্টি দলে জায়গা হওয়া তরুণ ব্যাটার অভিষেক শর্মা জানান, শামি একজন অভিজ্ঞ বোলার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তাঁকে মাঠে ফিরিয়েছে। তবে কলকাতার ম্যাচের ক্ষেত্রে নির্বাচকরা হয়তো অন্য কিছু ভেবেছিলেন। তাঁরা সম্ভবত ভেবেছিলেন, কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য সার্বিকভাবে উপযুক্ত নন শামি। আর সেই কারণেই তাঁকে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে।

প্রশ্ন উঠছে শামির ফিটনেস নিয়ে!

টানা 1 বছরেরও বেশি সময় পেরিয়ে দলে ফিরেছেন শামি। তাঁর প্রত্যাবর্তন খুশির জোয়ার এনেছে ভক্ত মহলে। চোট কাটিয়ে আপাতত ফিট থাকায় তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা দিয়েছে ভারত। এহেন আবহে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই তাঁর দল থেকে বাদ পড়াটা একাধিক গুঞ্জনের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ভারতীয় নির্বাচকরা শামির ফিটনেস নিয়ে চিন্তিত। তিনি এখনও যে পুরোপুরি ফিট নন, এ কথা বোর্ড কর্তারা বুঝে গিয়েছেন। আর সেই কারণেই ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা হলো না তাঁর। যদিও ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল, শামি মাঠে ফিরতে প্রস্তুত। তাঁর চোট অনেকটাই কমে এসেছে।

টি-টোয়েন্টিতে শামির পারফরমেন্স খুব একটা চমকপ্রদ নয়!

চোট প্রসঙ্গের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচ থেকে শামির বাদ পড়ার কারণ হিসেবে তাঁর পারফরমেন্সকেও কাঠগড়ায় চলেছেন অনেকেই। বিশেষজ্ঞ মহলের দাবি, খেলোয়াড় পুরোপুরি ফিট থাকলেও তাঁর বিগত টি-টোয়েন্টি ম্যাচ পরিসংখ্যান দেখেই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আগেভাগে শামিকে মাঠে নামিয়ে সাহসী পদক্ষেপ নিতে চায়নি ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, দীর্ঘ 11 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শামির টি-টোয়েন্টি ম্যাচ গুলি খুব একটা চমকপ্রদ নয়। এখনও পর্যন্ত 23টি 20 ওভারের ম্যাচ খেলে 24টি উইকেট নিয়েছেন শামি। প্রতিওবারের ইকোনমি রেট ছিল 9 রানের কাছাকাছি। মনে করা হচ্ছে, উইকেট নিলেও খেলোয়াড়ের দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আন্তর্জাতিক ম্যাচে তাঁকে নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চায়নি বোর্ড। সেই কারণেই প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছেন শামি।

সঙ্গে থাকুন ➥
X