পকেটে ঢুকবে অতিরিক্ত ১৭০০০ টাকা, DA নয় তবে এই কর্মীদের একধাক্কায় ৩ গুণ ‘RA’ বৃদ্ধি

Published on:

indian rupee

প্রীতি পোদ্দার, ভুবনেশ্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই সুবাদেই নিরাপত্তারক্ষী বাহিনী গত বছর ২১৭ জন মাওবাদীর এনকাউন্টার করেছে। আর এই আবহে নতুন বছর পড়তেই ছত্তিশগড়ে মাওবাদীদের দাপট বেড়ে যায়। আর তাই তাদেরকে নিধন করতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা DRG , সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF, ছত্তিশগড়ের কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ SOG যৌথভাবে অভিযান চালায়। একের পর এক তুমুল গুলির লড়াইয়ের শেষে মঙ্গলবার ভোরে কমপক্ষে ১২ জন মাওবাদী নিহত হন। যা এক বড় সাফল্য এনে দিয়েছে।

মাওবাদী বিরোধী অভিযান চালানো হয়েছিল ছত্তিশগড়ে

WhatsApp Community Join Now

জানা গিয়েছে এই মাওবাদীদের সঙ্গে হামলার ঘটনাটি ঘটেছে ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিমি দূরে। এই প্রসঙ্গে ছত্তিশগড় পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, ওড়িশা, ছত্তিশগড় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফকে যৌথভাবে মাওবাদী বিরোধী অভিযান চালানো হয়েছিল। গত সোমবার সকালে এই অভিযান শুরু হয়েছিল। আসলে অভিযানের প্রাথমিক উদ্দেশ্য সীমান্ত এলাকা জুড়ে মাওবাদীদের গতিবিধি ব্যর্থ করা। এই অভিযান চলাকালীন প্রথমে গুলির লড়াইয়ে দুই মহিলা মাওবাদী নিহত হয়েছিলেন। এছাড়া, এক কোবরা জওয়ান আহত হন। তবে এখন সেই জওয়ান সম্পূর্ণ বিপদমুক্ত।

SOG জওয়ানদের বড় উপহার মুখ্যমন্ত্রীর তরফ থেকে

জানা গিয়েছে এর আগে কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে গত মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় লোডিং রাইফেল-সহ বিপুল পরিামণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে এখনও ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা। তবে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG এর ভূমিকার প্রশংসা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এবং উপহার স্বরূপ তাঁদেরকে এক বড় পুরস্কার প্রদান করে।

জানা গিয়েছে SOG সেনাদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঝুঁকি ভাতা তিনগুণ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটি পোস্টও করেন। যেখানে মোহন চরণ মাঝি জানান, “ ছত্তিশগড়ের কুলারিঘাট এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মোট ১২ জন মাওবাদী নিহত হয়েছে৷ আর এই অভিযানে ওডিশা পুলিশের SOG জওয়ানরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার জন্য আমার তরফ থেকে সমস্ত জওয়ানদের অভিনন্দন জানাচ্ছি।”

বাড়িয়ে দেওয়া হল ভাতার পরিমাণ

এছাড়াও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সেই পোস্টে আরও লেখেন। তিনি জানান যে,“ SOG জওয়ানদের এই সাহসিকতায় গোটা দেশ আপ্লুত। তাই, SOG-এর জওয়ানরা এখন প্রতি মাসে ২৫০০০ টাকা করে ঝুঁকি ভাতা পাবেন।” অর্থাৎ আগে যেখানে জওয়ানরা ৮০০০ টাকা করে পেতেন ঝুঁকি ভাতা হিসেবে। এখন থেকে সেই টাকার পরিমাণ ১৭০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে৷

সঙ্গে থাকুন ➥
X