ICC চ্যাম্পিয়নস ট্রফির প্রোমো ভিডিও থেকে বাদ রোহিত, বিরাট! স্থান হল টিম ইন্ডিয়ার অন্য তারকার

Published on:

icc champions trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিয়ে আসছে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy)। দীর্ঘ 8 বছর পর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। তাই উত্তেজনাটা অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি। এবারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। তাই হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচগুলি দুবাইয়ে হলেও চ্যাম্পিয়নস ট্রফির বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে পাক ময়দানে। কাজেই স্কোয়াড ঘোষণা করে এখন হাই ভোল্টেজ টুর্নামেন্টের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে বিভিন্ন দল। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির একটি স্বল্প দৈর্ঘ্যের প্রমো লঞ্চ করল আইসিসি। তবে সেই টিজারে জায়গা হয়নি রোহিত শর্মা-বিরাট কোহলি কারোরই। দুই অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্তে প্রমো ভিডিওতে দেখা গেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। সঙ্গে রয়েছেন আরও 4 ভিন দেশি খেলোয়াড়।

মুক্তি পেল 2025 চ্যাম্পিয়নস ট্রফির প্রমো

WhatsApp Community Join Now

2017 সালের পর দীর্ঘ আট বছর পেরিয়ে ফের মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। গোটা বিশ্বের মোট 8টি ক্রিকেট দল এই মিনি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। আর সেই পথ ধরেই ভারতসহ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলি, ইতিমধ্যেই তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

বিশেষ কারণবশত দলে পরিবর্তন আনতে হলে তার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতের ক্ষেত্রে সময়টা 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এমন সময়ে টুর্নামেন্ট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত জানিয়ে চ্যাম্পিয়নস ট্রফির একটি প্রমো লঞ্চ করে ফেলল আইসিসি। যা সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে।

চ্যাম্পিয়নস ট্রফির প্রমো ভিডিওতে দেখা মিলল হার্দিকের

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির স্বল্পদৈর্ঘ্যের টিজার ভিডিওতে জায়গা হয়নি ভারতের ধুরন্ধর ব্যাটার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার। তাদের বাদ রেখে টিজার বা প্রমো ভিডিওর জন্য ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সামনে আসে ভিডিওটিতে দেখা মিলেছে ভারতীয় তারকার। ভিডিওটিতে পান্ডিয়াকে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে মিনি ওয়াল্ড কাপ নিয়ে কথা বলতে দেখা যায়।

চ্যাম্পিয়নস ট্রফির প্রমোতে আরও 4 বিদেশি

সমাজ মাধ্যমে ভেসে আসা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রমো ভিডিওতে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দেখা মিলেছে ইংল্যান্ড তারকা ফিল সল্ট, আফগানিস্তানের ধুরন্ধর অলরাউন্ডার মহম্মদ নাবি, পাকিস্তানের মহাতারকা শাহিন আফ্রিদিসহ আরেক পাক তারকা সাদাব খানকে। ভিডিওটির ইন্ট্রোতে দেখা মিলেছে পাক তারকা সাদাবের। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে তাঁরা প্রত্যেকেই নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছেন।

সঙ্গে থাকুন ➥
X