উচ্চ মাধ্যমিক পাসে ২ লাখ টাকার স্কলারশিপ, পড়ুয়াদের জন্য দুর্দান্ত সুযোগ, রইল আবেদনের পদ্ধতি

Updated on:

lg lifes good scholarship for ug and pg course

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছাত্রছাত্রীরাই আগামী দিনের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল যাতে নূন্যতম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা যায় দেশের প্রতিটা ছেলেমেয়েদের। তবে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথে অর্থ যাতে বাঁধা না হয়ে দাঁড়ায় তার জন্য কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ দেওয়া হয়। এমনকি বিভিন্ন প্রাইভেট কোম্পানির তরফ থেকেও আর্থিক বৃত্তি প্রদান করা হয়। আজ এমনই একটি বৃত্তি, ‘Life’s Good’ স্কলারশিপ সম্পর্কে জানাবো আপনাদের, যেটা LG এর তরফ থেকে দেওয়া হয়।

এলজি কোম্পানির লাইফ ইস গুড স্কলারশিপ পোগ্রাম | Life’s Good Scholarship Program by LG

WhatsApp Community Join Now

জনপ্রিয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড LG, এর CSR পোগ্রামের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়। যেটা স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করে। এই স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন? কীভাবে আবেদন করতে হবে? আর কত টাকা পাওয়া যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে। তাই সবটা শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

‘LIFE’S GOOD’ Scholarship Program 2025 এ কত টাকা পাওয়া যাবে?

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে কোর্সের ভিত্তিতে টাকার পরিমাণ নির্ধারিত হবে। যদি আপনি স্নাতকের কোর্স ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার মোট টিউশন খরচের ৫০% বা ১ লক্ষ টাকা যেটা কম হবে সেটা দেওয়া হবে। আর যদি আপনি স্নাতকোত্তর কোর্সের জন্য ভর্তি হয়ে থাকেন তাহলেও মোট টিউশন খরচের অর্ধেক বা ২ লক্ষ টাকা যেটা কম হবে সেটা দেওয়া হবে। অর্থাৎ স্নাতকের শিক্ষার্থীরা ৫০. ০০০ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে।

এলজি স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা

এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, বা বলা ভালো যোগ্যতার প্রয়োজন। সেগুলি নিচে দেওয়া হলঃ

  • আবেদনকারীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
  • যদি কোর্সের প্রথম বছরেই আবেদন করে থাকে তাহলে দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০% নাম্বার পেয়ে থাকতে হবে। এছাড়া স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরেও ৬০% নাম্বার থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে। এক্ষেত্রে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • যে সমস্ত আবেদনকারীর পরিবারের কেই এলজি বা buddy4study ওয়েবসাইটে কাজ করেন তাঁরা আবেদন করতে পারবেন না।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?  | Online Application for Life’s Good Scholarship

আপনি যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতি হলঃ

  • প্রথমে buddy4study ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকেই Life’s Good স্কলারশিপের ব্যানারে ক্লিক করতে হবে। যে পেজ খুলবে সেখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যদি প্রথমবার সাইটে এসে থাকো তাহলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • লগইন করার পরেই আবেদনের অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই আবেদনের ফর্ম খুলে যাবে।  সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সেগুলো হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে টিক মেরে প্রিভিউ করতে হবে তারপর সাবমিট করে দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন।

আরও পড়ুনঃ মার্চে বদলে যাচ্ছে মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টের নিয়ম, জানিয়ে দিল SEBI

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • দ্বাদশ শ্রেণীর রেজাল্ট
  • আধার কার্ড
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • আইটি আর ফাইল করে থাকলে সেটার স্টেটমেন্ট
  • ফর্ম ১৬ ও স্যালারি স্লিপ
  • স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে আয়ের শংসাপত্র
  • কলেজে স্নাতক বা স্নাতোকত্তর কোর্সে ভর্তি হওয়ার প্রমাণপত্র
  • Bonafide Certificate
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার ডিটেলস
  • এককপি কালার পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের অফিসিয়াল লিঙ্ক : Offcial Application Link

সঙ্গে থাকুন ➥
X