প্রীতি পোদ্দার, বারাসাত: পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে এই মুহুর্তে বালি ব্রিজ আংশিক বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রণ রাখা হয়েছে জন চলাচল। আসলে বেশ কিছু গার্ডার বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেকারণে এই গার্ডারগুলির সংস্কার করা হবে। জানা গিয়েছে আগামী ২৭শে জানুয়ারি সোমবার ভোর ৪টে পর্যন্ত এই বালি ব্রিজ বন্ধ থাকবে। আর এই আবহে এবার আগামী ২৫ জানুয়ারি থেকে ব্রিজ সংস্কারকার্য শুরু হচ্ছে বারাসতের উড়ালপুলে। যা চলবে ৪০দিন পর্যন্ত। কিন্তু প্রশ্ন উঠছে উড়ালপুল বন্ধ থাকাকালীন যান চলাচল স্বাভাবিক রাখার বিকল্প উপায় কী হবে, এবার তাই নিয়েই হল বৈঠক।
কবে থেকে বন্ধ হচ্ছে বারাসতের উড়ালপুল?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনে বিভিন্ন থানার পুলিশ, ট্রাফিক পুলিশ সহ বাস, ট্রাক, অটো, টোটো ইউনিয়নের কর্মীদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিশেষ বৈঠক করেছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ২৫ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে প্রতি সপ্তাহের শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অর্থাৎ প্রতি সপ্তাহে শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত বারাসত উড়ালপুলের উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর এই সংস্কারের কাজ চালাবেন পূর্ত দপ্তরের বারাসত ডিভিশনের ইঞ্জিনিয়াররা। তবে জানা গিয়েছে অন্যান্য দিন গুলিতে যাত্রীবাহী গাড়ি চলাচল করলেও কোন ধরনের ভারী গাড়ি যাতায়াত করতে পারবে না ওই উড়ালপুল দিয়ে।
আসলে বারাসাতের এই ফ্লাইওভারের নিচে মোট ৩২টি পিলার রয়েছে এবং প্রতি পিলারের সঙ্গে রয়েছে বিয়ারিং। মূলত এই বিয়ারিং-এ সংস্কার কার্য চলবে। এদিকে ফ্লাইওভারের পিলারের নিচে অনেক হকার বসে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেদিন যেই পিলাতে কাজ করা হবে সেদিন সেই পিলারের হকারদের অন্যত্র পাঠানো হবে। এদিকে উড়ালপুল বন্ধ থাকায় বিকল্প রুটের কী ব্যবস্থা আছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকি রোড ধরে যে সমস্ত গাড়ি এই ফ্লাইওভার দিয়ে ১২ নম্বর জাতীয় সড়কে যাতায়াত করে সেগুলোকে কাচকল মোড় সংলগ্ন দাদার মোড় থেকে ঘুরিয়ে দত্তপুকুর হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে।
বিকল্প রুটের ব্যবস্থা ট্রাফিক পুলিশের
এছাড়াও বনগাঁর দিক থেকে যে সমস্ত গাড়ি বারাসতের উড়ালপুল হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করে, সেগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড়ের ডানদিকে ঘুড়িয়ে দেওয়া হবে।পণ্যবাহী ট্রাকগুলি কল্যানী এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে কলোনি মোড় থেকে চাপাডালি মোড়ের অটো এবং টোটো যাতায়াত করবে ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধ্যানী ক্লাবের সামনের রাস্তা ধরেই। যদি বারাসাতের অন্যান্য এলাকায় ফায়ার ব্রিগেড এর প্রয়োজন হয় তাহলে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য ডাকবাংলো এবং চাপাডালির ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা করবে।
এছাড়া বারাসত তিতুমীর বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলি ব্যারাকপুরে যায়, সেগুলির জন্য বারাসত-ব্যারাকপুর রোডের সত্যভারতী স্কুলের সামনে অস্থায়ী স্ট্যান্ড করা হয়েছে। তবে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়া যাত্রীবাহী বাস বারাসতের কলোনি মোড় ধরে যাতায়াত করতে পারবে। এই প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানিয়েছেন যে ‘ফ্লাইওভার সংস্কার চলাকালীন শহরের যানজট এড়ানোর জন্যই ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও, যানজট তৈরী হলে সাধারণ মানুষকে ঠান্ডা মাথায় সবটা সহানুভূতির সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছি।”
বন্ধ থাকবে বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশন
অন্যদিকে পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে আজ ভোর ৪টে থেকে ১০০ ঘণ্টার জন্য ট্রেন বন্ধ হতে চলেছে। জানা গিয়েছে আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। এর ফলে একদিকে যেমন শিয়ালদহ থেকে ছাড়া দূরপাল্লার ট্রেনকে অন্য রুট দিয়ে চালানো হচ্ছে, ঠিক তেমনই কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ-ডানকুনি শাখায় সমস্ত লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।